কিংবদন্তি ফেদেরারের অবসরের ঘোষণা
টেনিস কিংবদন্তি রজার ফেদেরার অবসরের ঘোষণা দিয়েছেন। ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী স্বীকার করেছেন, হাঁটুর সমস্যার কারণে ক্যারিয়ার শেষ করতে বাধ্য হয়েছেন তিনি।
৪১ বছর বয়সী ২০২১ সালে উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে হারের পর থেকে মাঠের বাইরে ছিলেন। পরে তাঁর হাঁটুর অস্ত্রোপচার করা হয়।
অবসরের ঘোষণা দিয়ে ফেদেরার বলেন, ‘আমি ফর্মে ফেরার জন্য কঠোর পরিশ্রম করেছি। কিন্তু আমার শরীরের ক্ষমতা এবং সীমাও জানি। ইদানীং আমার কাছে এর বার্তা স্পষ্ট হয়েছে। আমার বয়স ৪১ বছর। আমি ২৪ বছরে ১৫০০টিরও বেশি ম্যাচ খেলেছি। টেনিস আমার সাথে অনেক বেশি উদার আচরণ করেছে যা আমি কখনো স্বপ্নেও ভাবিনি। এখন আমার ক্যারিয়ার শেষ করার সময়।’
১৯৯৮ সালে ১৬ বছর বয়সে ফেদেরারের পেশাদার টেনিসে অভিষেক হয়। প্রথম গ্র্যান্ড স্ল্যাম জেতেন ২০০৩ সালে উইম্বলডনে। ২০০৩ থেকে ২০০৭ পর্যন্ত টানা এই ট্রফি জিতেছিলেন তিনি।
ইউএস ওপেনে পাঁচটি শিরোপা জিতেছেন। এছাড়া ছয়বার অস্ট্রেলিয়ান ওপেন এবং ফরাসি ওপেন একবার।
২০১৮ সালে অস্ট্রেলিয়ান ওপেন তাঁর শেষ গ্র্যান্ড স্ল্যাম শিরোপা।