‘বিশেষ কাউকে সমর্থন নয়, ভারত সবসময় বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে’
ঢাকায় ভারতীয় হাইকমিশনের নিযুক্ত বিদায়ী ভারতীয় হাইকশিনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, ‘বিশেষ কোনো ব্যক্তির প্রতি সমর্থন নয়, ভারত সবসময় বাংলাদেশ ও এ দেশের জনগণের পাশে দাঁড়িয়েছে। এ দেশের নেতা কে হবেন তাও নির্ধারণ করবে এ দেশের জনগণ।’
ঢাকায় কর্মজীবনের শেষ দিনে আজ শনিবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সামনে তিনি এ কথা বলেন।
বিক্রম দোরাইস্বামী বলেন, ‘ভারত প্রতিবেশি রাষ্ট্র হিসেবে সব সময় দেখতে চায় সুখী-সমৃদ্ধশীল ও শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশকে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের মধ্যে দিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এখন আরও শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকে সফল হিসেবেও আখ্যায়িত করেন বিদায়ী ভারতীয় হাইকমিশনার।
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে বিক্রম দোরাইস্বামী স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের স্বরণে দাঁড়িয়ে এক মিনিট নিরাবতা পালন করেন এবং স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।