ফেনীর মুহুরী নদীর বাঁধ ভেঙে দুই গ্রাম প্লাবিত
ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর দুটি স্থানের ভাঙনে দুই গ্রাম প্লাবিত হয়েছে। আজ সোমবার সকালে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং গত কয়েকদিনের টানা বর্ষণে মুহুরী নদীর ফুলগাজীর দক্ষিণ দৌলতপুর ও উত্তর দৌলতপুর গ্রামের দুটি স্থানের বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এতে লোকালয়ে পানি ঢুকে মানুষের ঘরবাড়ি এবং মাছের ঘের ভেসে যায়। এ ছাড়া গতকাল রোববার রাতে ফুলগাজী বাজারে পানি উঠে স্থানীয়দের দোকানের মালামালের ব্যাপক ক্ষতি হয়। চলতি বছরের ২০ জুন চারটি স্থানে ভাঙনের কারণে ২০টিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছিল।
পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আক্তার হোসেন বলেন, ‘এখন পর্যন্ত বাঁধের দুটি স্থানে ভাঙন দেখা যাচ্ছে। পানি কমলে ভাঙা স্থানগুলো মেরামত করা হবে।’