ডেমরা-যাত্রাবাড়ীর সমাবেশ উপলক্ষে ইশরাকের জনসংযোগ
রাজধানীতে বিএনপির ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার ঢাকার ডেমরা-যাত্রাবাড়ী জোনে সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এই সমাবেশকে সফল করতে আজ বুধবার জনসংযোগে নামেন দলের আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের জ্যেষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
বিদ্যুতের নজরবিহীন লোডশেডিং, জ্বালানি তেলসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং গণপরিবহণের ভাড়া বৃদ্ধি ও ভোলায় আব্দুর রহিম ও নারায়ণগঞ্জে শাওন হত্যার প্রতিবাদে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। আজ দুপুরের পরপরই নেতাকর্মীদের নিয়ে যাত্রাবাড়ী শহিদ ফারুক সড়ক থেকে শুরু করে ডেমরা হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তাসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে জনসংযোগ ও লিফলেট বিতরণ করেন ইশরাক।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী, দক্ষিণের সদস্য সাব্বির আহমেদ আরিফ, সদস্য জামসেদুর রহমান শ্যামল, ঢাকা মহানগর দক্ষিণের ছাত্রদলের আহ্বায়ক পাভেল শিকদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী।
বৃহস্পতিবার বিকেল ৩টায় যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল ও বাইতুন নূর মাদ্রাসা সংলগ্ন সড়কের সামনে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে নবীউল্লাহ নবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের। বিশেষ অতিথি থাকবেন স্থায়ী কমিটির আরেক সদস্য ড. আব্দুল মঈন খান, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সদস্য সচিব রফিকুল আলম মজনু প্রমুখ।