রাশিয়ার উপপ্রতিরক্ষামন্ত্রীকে সরিয়ে দিলেন পুতিন
ভ্লাদিমির পুতিন তার উপপ্রতিরক্ষামন্ত্রী জেনারেল দিমিত্রি বুলগাকভকে তাঁর দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রক টেলিগ্রামে এই তথ্য প্রকাশ করেছে। খবর বিবিসির।
মন্ত্রক বলেছে, ৬৭ বছর বয়সী ওই উপপ্রতিরক্ষা মন্ত্রীকে একটি নতুন দয়িত্ব দেওয়ার জন্য ওই দায়িত্ব থেকে মুক্ত করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হবেন কর্নেল জেনারেল মিখাইল মিজিনসেভ। মিখাইল বন্দর নগরী মারিউপোলে মস্কোর নৃশংস অবরোধ পরিচালনা করেছিলেন।
জেনারেল বুলগাকভ ২০০৮ সাল থেকে সামরিক বাহিনীর রসদ কার্যক্রম পরিচালনা করেছেন এবং ২০১৫ সালে সিরিয়ায় তাদের মোতায়েনের পর রাশিয়ান সৈন্যদের সরবরাহ করার জন্য দায়ী ছিলেন।