উত্তর প্রদেশে পৃথক সড়ক দুর্ঘটনায় তীর্থযাত্রীসহ নিহত ৩১
ভারতের উত্তর প্রদেশে কানপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন, আহত হন ২০ জনের বেশি। শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
৫০ জন তীর্থযাত্রী নিয়ে একটি ট্রাক্টর ট্রলি ঘাটমপুর এলাকার কাছের পুকুরে উল্টে পড়লে ২৬ জন নিহত হন। এদের বেশিরভাগই নারী ও শিশু। এ ঘটনায় ২০ জন আহতের কথা জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
ট্র্যাক্টরটি উন্নওয়ের চন্দ্রিকা দেবীর মন্দির থেকে ফেরার পথে দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এর কয়েক ঘণ্টার ব্যবধানে অহিরওয়ান ফ্লাইওভারের কাছে একটি দ্রুতগামী ট্রাক টেম্পোর সঙ্গে ধাক্কা লেগে পাঁচ জন নিহত ও সাত জন আহত হন।
এদিকে, ২৬ জনের তীর্থযাত্রীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্ঘটনায় প্রাণ হারানো প্রত্যেক পরিবারকে ২ লাখ রূপি আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন তিনি। আহতদের প্রত্যেককে ৫০ হাজার করে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন।
দুটি দুর্ঘটনায় হতাহতের শোক জানান উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ।