বুমরাহর ফেরা নিয়ে আশাবাদী দ্রাবিড়
অস্ট্রেলিয়া বিশ্বকাপে জসপ্রীত বুমরাহর খেলার সম্ভাবনাকে উড়িয়ে দেননি দলটির কোচ রাহুল দ্রাবিড়। এই মাসের শেষের দিকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেন তিনি। অভিজ্ঞ এই পেসার পিঠের চোটে ভুগছেন।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ থেকে ছিটকে গেছেন বুমরাহ। স্ক্যান করার পর তাঁকে সিরিজ থেকে বাদ দেওয়া হয়। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে পাঠানো হয় তাঁকে।
অস্ট্রেলিয়া বিশ্বকাপে বুমরাহর খেলার বিষয়ে দ্রাবিড় বলেন, ‘আমি মেডিকেল রিপোর্টের গভীরে যাইনি। বিশেষজ্ঞদের ওপর নির্ভর করছি। তারা এই সিরিজের জন্য বুমরাহকে বাদ দিয়েছে। ভবিষ্যতে কী হবে তা আমরা যথাসময়ে জানতে পারব। যতক্ষণ না তাকে পুরোপুরি বাদ না হয়, আমি আশাবাদী তাঁকে পাওয়ার ব্যাপারে।’
‘দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটি ম্যাচ থেকে বাদ পড়েছেন বুমরাহ। তিনি এনসিএতে গেছেন, আমরা পরবর্তী পদক্ষেপগুলোর বিষয়ের জন্য অপেক্ষা করছি। আমরা দেখব কী হয়।’
বুমরাহের চোট ভারতের বোলিং ইউনিটকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলেছে। যদি তিনি মিস করেন দ্রাবিড় তাদের বোলিং পরিকল্পনা পরিবর্তন করতে বাধ্য হবেন।
এ ব্যাপারে ভারতীয় কোচ বলেন, ‘সব কিছু নিখুঁত হবে না। সবাই ফিট, যেহেতু আমরা এখান থেকে এগিয়ে যাচ্ছি। আমরা বিশ্বকাপের জন্য যে ধরনের স্কোয়াড বেছে নিয়েছিলাম সবই ঠিক আছে। আমি মনে করি ১৫ জনের বেশিরভাগই ফিট আছেন।’