অনুষ্ঠানে নাচতে নাচতে যুবকের মৃত্যু (ভিডিও)
অনুষ্ঠানে সবার সঙ্গে তাল মিলিয়ে নাচছিলেন এক যুবক। ২১ বছর বয়সি ওই যুবক একপর্যায়ে হার্ট অ্যাটাকের শিকার হন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও পথেই মারা যান তিনি। রোববার (২ অক্টোবর) রাতে ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাট রাজ্যে।
এদিকে, ওই যুবকের নাচতে নাচতে মৃত্যুর কোলে ঢলে পড়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মৃত যুবকের এক বন্ধুই ওই ভিডিওটি করছিলেন। খবর ইন্ডিয়া টুডের।
প্রতিবেদনে বলা হয়েছে, নাচতে নাচতে মৃত্যুর কোলে ঢলে পড়া ওই যুবকের নাম বীরেন্দ্র সিং রমেশ ভাই রাজপুত। রোববার রাতে গুজরাটের আনন্দ জেলার তারাপুর এলাকার শিব শক্তি সোসাইটিতে এই ঘটনা ঘটে।
মৃত বীরেন্দ্র স্থানীয় মোরাজ গ্রামের একটি স্কুলের প্রধান শিক্ষকের ছেলে। গরবার অনুষ্ঠানে তিনি বন্ধুদের সঙ্গে নাচছিলেন। তারই এক বন্ধু সেই নাচের ভিডিও করছিল পাশে থেকেই। ভিডিওতে দেখা যায়, নাচতে নাচতে আচমকা জ্ঞান হারিয়ে পড়ে যান ওই যুবক।
এক মিনিট ২২ সেকেন্ডের এই ভিডিওর শুরু থেকেই দেখা যাচ্ছে, এক দল যুবক হাততালি দিয়ে ঘুরে ঘুরে নাচছেন। সেই দলে কয়েক জন কিশোরও ছিল। পরে নাচতে নাচতে আসরে ঢোকেন মেয়েরাও।
শেষে দেখা যায়, বীরেন্দ্র সিং রমেশ ভাই রাজপুত নামের ওই যুবক নাচতে নাচতে সামনের দিকে ঝুঁকে পড়ছেন। কিছুটা এগিয়ে এসে মুখ থুবড়ে পড়ে যান তিনি।
ভিডিওটি তখনই বন্ধ করে দেওয়া হয়। পরে যুবককে সঙ্গে সঙ্গে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু, পথেই মৃত্যু হয় ওই যুবকের। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।