বিশ্বকাপের দল থেকে বাদ পড়ে যা বললেন বুমরাহ
ভারতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন জাসপ্রীত বুমরাহ। দল থেকে বাদ পড়ে কিছুটা হতাশ হয়েছেন এই তারকা পেসার।
দল থেকে বাদ পড়ে বুমরাহ একটি টুইট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘আমি হতাশ যে টি-টোয়েন্টি বিশ্বকাপের অংশ হতে পারছি না। তবে আমার প্রিয়জনদের কাছ থেকে যে সমর্থন পেয়েছি, তার জন্য কৃতজ্ঞ। আমি সুস্থ হয়ে উঠলে, আমি অস্ট্রেলিয়ায় দলকে উত্সাহিত করার চেষ্টা করব।’
এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ড টুইট করে জানায়, ‘বিসিসিআইয়ের মেডিকেল দল ভারতীয় পেসার জাসপ্রীত বুমরাহকে আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ দিয়েছে পিঠের চোটের কারণে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারেননি। বিসিসিআই দ্রুত বুমরাহর বদলি হিসেবে নাম ঘোষণা করবে।’
বুমরাহ ভারতের বোলিংয়ের অন্যতম সেরা তারকা। তাঁর অনুপস্থিতি দলটির জন্য বড় ক্ষতি। তাঁর জায়গায় কে খেলবেন তা নিয়ে আলোচনা চলছে।
স্ট্যান্ডবাই তালিকায় আছেন মোহাম্মদ শামি ও দীপক চাহার। তাদের মধ্যে থেকে একজন সম্ভাব্য বদলি হতে পারেন।
আরও একটি নাম বেশ আলোচনায় এসেছে, তিনি হলেন মোহাম্মদ সিরাজ। তিনি বুমরাহর পরিবর্তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলমান সিরিজের ভারতের স্কোয়াডে জায়গা পেয়েছেন।