ভবিষ্যতে বিশ্বকাপ জিততে আত্মবিশ্বাসী সোহান
এই বছরের জুলাইতে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব পেয়েছিলেন নুরুল হাসান সোহান। দায়িত্বটা ভালোভাবেই পালন করেন তিনি। বাংলাদেশ দলকে সামলেছেন দৃঢ়তার সঙ্গে। তাই বেশ প্রশংসা কুড়িয়েছেন। পরে যদিও সাকিব আল হাসানকে এই দায়িত্ব দেওয়া হয়।
বাংলাদেশ সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে। তার আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে। দলের সাফল্য-ব্যর্থতা ও সামর্থ্য নিয়ে ইএসপিএনক্রিকইনফোর সঙ্গে কথা বলেছেন তিনি।
এ সম্পর্কে সোহান বলেন, ‘আমাদের সংস্কৃতি এমন যে আমরা ব্যর্থতার ভয়ে লক্ষ্য বা উচ্চাকাঙ্ক্ষা সম্পর্কে কথা বলি না। আমি যদি আজ বলি যে আমরা বিশ্বকাপ জিততে চাই, তাহলে আমাদের এখনই জিততে হবে এমন নয়। কিন্তু বারবার এমন কথা বলার ফলে হয়তো আমাদের পরবর্তী বিশ্বকাপ জেতার ব্যাপারে আরও আত্মবিশ্বাসী করে তুলবে।’
‘আমরা যখন ভালো খেলি না, তখন সমালোচনার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। কিন্তু আমাদের সাফল্যের কথা বলা শুরু করতে হবে, আমাদের বিশ্বাস করতে হবে। ফর্মে এলে বাংলাদেশ ভালো করতে পারে।’
মাহমুদউল্লাহকে বরখাস্ত করার পর সোহানকে টি-টোয়েন্টির অধিনায়ক করা হয়েছিল। ঘরোয়া ক্রিকেটে তিনি শেখ জামাল ধানমণ্ডিকে ক্লাবকে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি একজন ভালো অধিনায়ক।
এ সম্পর্কের তরুণ এই ক্রিকেটার বলেন, ‘যখন আমাকে অধিনায়ক করা হয় আমি খুব বেশি খুশি হইনি। তবে আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। আমি এটা নিয়ে খুব বেশি ভাবিনি, আমি আবেগপ্রবণ ছিলাম না। আমি যে চ্যালেঞ্জের মুখোমুখি হই তা উপভোগ করার চেষ্টা করি।’
গত কয়েক বছরের নিজের অভিজ্ঞতা থেকে সোহানের ইতিবাচক মনোভাব এসেছে। তিনি গত বছর ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে ভালো খেলে প্রায় চার বছর পর টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরেছেন। তবে সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো খেলতে পারেননি।
২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ পাঁচ ওভারে অন্তত তিনবার ব্যাট করা বাংলাদেশের ব্যাটারদের মধ্যে নুরুলের স্ট্রাইক রেট ১৬০.৯৭। গত বছর থেকে, তিনি পাঁচটি ভিন্ন পজিশনে ব্যাট করেছেন।
এ সম্পর্কে সোহান বলেন, ‘আমি মনে করি না ব্যাটিং পজিশন স্থির থাকলে দলের জন্য ভালো হবে। আমি ১১ নম্বরে ব্যাট করলে দলের উপকার হলে তাই হবে। আমি মনে করি দলের জয়ে অবদান রাখতে পারাটাই ভালো হবে। আমি কাজ করতে চাই। দলের জন্য অবদান রাখাটাই আমার মাথায় সবচেয়ে বেশি।’
‘শুধু ছয় মারলেই রান আসে না। একটি চার মারলও ভালো কিছু হতে পারে। আমি যদি একটি ছক্কা মারি পারের তিন বল ডট দেই, তা কোনো লাভ হয় না। এটি দলকে সাহায্য করে না। আমাদের শক্তির জায়গা খুঁজে বের করতে হবে। অন্য দলগুলোও তা করছে, আমাদেরও করা উচিত।’