বিশ্বে ১৩তম দুর্নীতিগ্রস্ত দেশ বাংলাদেশ
বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩তম। বার্লিনভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) প্রকাশিত দুর্নীতি ধারণা সূচকে (সিপিআই) এ তথ্য প্রকাশ করা হয়েছে।
আজ বুধবার টিআই প্রকাশিত ওই সূচকের শূন্য থেকে ১০০-এর স্কেলে বাংলাদেশের স্কোর ২৫। তালিকার নিম্নক্রম অনুযায়ী ১৬৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩তম। এ অবস্থানে আরো রয়েছে গিনি, লাওস, কেনিয়া, পাপুয়া নিউগিনি ও উগান্ডা। এ ছাড়া ঊর্ধ্বক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান ১৩৯তম।
সংস্থাটির বাংলাদেশ চ্যাপ্টারের (টিআইবি) পক্ষ থেকে বলা হয়েছে, দুর্নীতি আগের চেয়ে না বড়লেও অবস্থানগত দিক থেকে এক ধাপ নিচে নেমেছে বাংলাদেশ।
এবারের সূচকে ২০১৩ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৫ সালের আগস্ট মাসের তথ্য ব্যবহার করা হয়েছে।
এর আগে ২০০৯, ২০১১, ২০১২ ও ২০১৫ সালেও বাংলাদেশ এই সূচকের ১৩তম অবস্থানে ছিল। তবে ২০১৪ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১৪তম।
টিআইর বাংলাদেশ চ্যাপ্টার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছে, সূচক অনুযায়ী ১০০-এর মধ্যে ৪৩ স্কোরকে গড় ধরা হয়। সে হিসেবে বাংলাদেশের ২৫ স্কোর পাওয়ায় এখানে দুর্নীতির ব্যাপকতা উদ্বেগজনক হিসেবে মনে করা হচ্ছে।
তবে টিআইবি বলছে, এর অর্থ এই নয় যে বাংলাদেশের সব নাগরিক দুর্নীতি করে। যদিও দুর্নীতি একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, সুশাসন ও দারিদ্র্য দূর করতে সবচেয়ে বড় অন্তরায়, তবে বাংলাদেশের আপামর জনগণ দুর্নীতিগ্রস্ত নয়। তারা দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত ও ভুক্তভোগীমাত্র। টিআইবি বলছে, বাংলাদেশে দুর্নীতির পরিমাণ না বাড়লেও দুর্নীতি ধারণা সূচকে অবস্থানগত দিক থেকে এক ধাপ নেমেছে বাংলাদেশ।
সূচকে ৯১ স্কোর পেয়ে বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে আছে ডেনমার্ক। এর মাত্র এক পয়েন্ট কম পেয়ে ৯০ স্কোর নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফিনল্যান্ড। ৮৯ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে আছে সুইডেন।
উল্টোদিকে মাত্র ৮ স্কোর পেয়ে সবচেয়ে বেশি দুর্নীতির দেশ হয়েছে উত্তর কোরিয়া ও সোমালিয়া। এ ছাড়া ১১ স্কোর পেয়ে এর পরের অবস্থানে আছে আফগানিস্তান ও ১২ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে আছে সুদান।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ভুটান। ৬৫ স্কোর নিয়ে সূচকে এর অবস্থান ২৭।