প্যারোলে মুক্তি পেয়ে শপথ নিলেন মেয়র গউছ
সাবেক অর্থমন্ত্রী শাহ এ এস এম কিবরিয়া হত্যা মামলায় কারাবন্দি বিএনপি নেতা হবিগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র জি কে গউছ প্যারোলে মুক্তি পেয়ে তৃতীয়বারের মতো শপথ নিয়েছেন। আজ বুধবার দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে তিনি শপথ নেন।
এ সময় গউছ বলেন, ‘প্যারোলে মুক্তি পেয়ে শপথ গ্রহণ করতে এসেছি। যদি সম্পূর্ণ মুক্ত হয়ে শপথ গ্রহণ করতে পারতাম, তাহলে তা আমার জন্য আরো আনন্দদায়ক হতো।’
জেলা বিএনপির এ সাধারণ সম্পাদক বলেন, ‘জনগণ নানা প্রতিকূলতার মধ্যেও ভোট দিয়ে বিজয়ী করে প্রমাণ করেছেন, আমি নির্দোষ।’ হবিগঞ্জের অসমাপ্ত কাজ সম্পন্ন করতে সরকারসহ সবার সহযোগিতা কামনা করেন এ মেয়র।
এদিকে, আজ সিলেট বিভাগের ১৬টি পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ নিয়েছেন। তাঁদের শপথবাক্য পাঠ করান সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জের জেলা প্রশাসকসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা।
গত ৩০ ডিসেম্বর সারা দেশের সঙ্গে একযোগে সিলেটের ১৬টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৬টি পৌরসভার মধ্যে তিনটিতে বিএনপি প্রার্থীরা বিজয়ী হন। বাকি ১৩টিতেই আওয়ামী লীগ ও দলটির ‘বিদ্রোহী প্রার্থীরা’ বিজয়ী হন।