চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম আবদুর রহিম (২২)।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার দুপুরে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের বোর্ড অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রহিম ছোট হাতিয়া কালা মিয়ার পাড়া এলাকার ছৈয়াদুল আলমের ছেলে।
জানা যায়, বোর্ড অফিসের সামনের রাস্তায় শহীদ মনজুরের কবরস্থানের পাশে ব্যাটারিচালিত একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী আবদুর রহিম পাশে গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। সেখানেই প্রাণ হারান তিনি। এসময় তাঁর সঙ্গে থাকা আরও এক যুবক আহত হয়েছে। তাদের উদ্ধার করে পৌরসভাস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রহিমকে মৃত ঘোষণা করেন।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, দুর্ঘটনার খবর পেয়েছি। হাসপাতাল থেকে লাশটি বাড়িতে নেওয়া হয়েছে। সেখানে আমাদের একটি টিম পাঠানো হয়েছে। খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।