অনম বিশ্বাসের চমক : রহস্যে ঘেরা গল্পের সঙ্গে চঞ্চল-বাবুর অভিনয় রসায়ন
আলোচিত ‘মনপুরা’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন খ্যাতিমান অভিনেতা ফজলুর রহমান বাবু ও চঞ্চল চৌধুরী। ১৩ বছর পর আবার সিনে পর্দায় চঞ্চল-বাবুকে অভিনয় রসায়নে বেঁধেছেন ‘দেবী’ খ্যাত নির্মাতা অনম বিশ্বাস, ওটিটিতে এই জুটির প্রথম কাজ এটি। এবার সেটা ওয়েব ফিল্মে; নাম ‘দুই দিনের দুনিয়া’।
এই সিনেমার ‘টেকা ও পাখি তুমি উইড়া উইড়া আসো’ এরই মধ্যে ভাইরাল। প্রায় ১০০ মিনিটের রহস্যে ঘেরা দুর্দান্ত এক গল্পের মিস্ট্রি-ড্রামা ঘরানার সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৩ অক্টোবর রাত ৮টায় চরকিতে।
সিনেমার গল্পে দেখা যাবে, ট্রাক ড্রাইভার সামাদের সাথে হাইওয়েতে দেখা হয় জামশেদ নামের এক অদ্ভুত ও রহস্যময় লোকের সাথে। জামশেদ দাবি করে সে নাকি ভবিষ্যত থেকে এসেছে। সামাদ বুঝে উঠতে পারেনা জামশেদ আসলে কী? পীর, সাধক বা গণক জাতীয় কেউ, নাকি একজন বাটপার! জামশেদের সাথে সামাদের শুরু হয় দুই দিনের এক জার্নি। এরপরই সামাদের জীবনের সবকিছু আস্তে আস্তে তার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে।
এই সিনেমায় অভিনয় করেছেন তানভীন সুইটি, তানিয়া বৃষ্টি, মৌসুমি হামিদ, রাকিব হোসাইন ইভন, ইকবাল হোসাইন, শাক্ষ্য শহিদ, মান্তাহা ওয়ারদা, আনজুমান আরা শিরীন, হান্নান শ্যালী, নুসরাত জাহান নদী, সাজ্জাদ, বিটলু শামীম, মাহফুজ মুন্না, সোহেল মাসুদ, অনিক হাসান, সাইফ আহমেদ, সোহেল আহমেদ, রাচি চৌধুরী প্রমুখ।
চঞ্চল চৌধুরী বলেন, ‘এখন আমাদেরকে খুব চিন্তা করে কাজ করতে হয়। কাজ করার জন্য করছি ব্যাপারটা মোটেও এরকম নয়। কেননা আমাদের দর্শক শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই। পরিচালক অনম বিশ্বাস ও তাঁর দক্ষ দল মিলে সব দর্শককে খুব ভালো একটা কাজ উপহার দিতে যাচ্ছে। দর্শকের যে ক্ষুধা বা রুচি সেই জায়গা থেকে আমি মনে করি যে একটি মান সম্পন্ন কাজ হয়েছে দুই দিনের দুনিয়া।’
আরেক শক্তিমান অভিনেতা ফজলুর রহমান বাবু বলেন, ‘এর আগে আমি চরকির বেশকিছু কাজ করেছি। কাজগুলো বেশ প্রশংসিতও হয়েছে। এবার দুই দিনের দুনিয়া সিনেমাটা নিয়ে আমি বেশ আশাবাদী। এই সিনেমার গল্পটা যখন শুনি তখনই আমার মনে হয়েছে এই চরিত্রটা আমি করতে চাই। অনমের সাথে আমার প্রথম কাজ এটা। সব কিছু মিলিয়ে কাজটা করার আগ্রহ ছিল প্রচুর। আমার প্রত্যাশা বাংলা ভাষাভাষী দর্শকের কাছে দুই দিনের দুনিয়া নতুন এক মাত্রা যোগ করবে।’
পরিচালক অনম বিশ্বাসের ভাষ্য, ‘যেকোনো ফিল্মমেকার চাই যাদের সাথে সে কাজ করছে তারা যেন সিনেমার গল্পে ফোকাস করে। আর বিগত দুই-তিন বছর ধরে এই গল্পটা নির্মাণের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। ফাইনালি অনেক চড়াই-উতরায় পেরিয়ে কাজটা শেষ হয়েছে।’