পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
কথায় বলে—শেষ ভালো যার, সব ভালো তার। চলমান ত্রিদেশীয় সিরিজে তাই নিজেদের শেষটা রাঙাতে চাইবে বাংলাদেশও। সেই লক্ষ্যে আজ বৃহস্পতিবার পাকিস্তানের মুখোমুখি হয়েছে সাকিব আল হাসানের দল।
ক্রাইটচার্চে ত্রিদেশীয় সিরিজে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। এর আগে নিজেদের প্রথম তিন ম্যাচে হেরে এরই মধ্যে সিরিজ থেকে বিদায় নিয়েছে লাল-সবুজের দল। কিন্তু বিশ্বকাপের আগে অন্তত পাকিস্তানের বিপক্ষে আজ জিততে মরিয়া সাকিব-আফিফরা।
পাকিস্তানের বিপক্ষে আজ চার পেসার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। দলে ফিরেছেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। আর আগে থেকে আছেন শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন। বাদ পড়েছেন ইবাদত হোসেন ও মোসাদ্দেক হোসেন সৈকত।
বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন কুমার দাশ, আফিফ হোসেন, ইয়াসির আলী চৌধুরী, কাজী নুরুল হাসান সোহান, সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।
পাকিস্তান একাদশ: বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ, ইফতেখার আহমেদ, শাদাব খান, হায়দার আলী, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ ও মোহাম্মদ হাসনাইন।