আপনার জিজ্ঞাসা
জুমার সালাত কি কাজা পড়া জায়েজ আছে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। শরিফ বায়েজিদ মাহমুদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। আপনার জিজ্ঞাসার ৬৮৯তম পর্বে টেলিফোনের মাধ্যমে মিরপুর থেকে জাবের জানতে চেয়েছেন, কোনো কারণে জুমার সালাত পড়তে না পারলে কি কাজা পড়া যাবে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : কোনো কারণে জুমার সালাত পড়তে না পারলে কি কাজা পড়া যাবে?
উত্তর : কোনো কারণে যদি জুমার সালাত জামাতে না পড়তে পারেন, তাহলে সেটা কাজা পড়তে পারবেন কি না, জানতে চেয়েছেন আপনি। না, জুমার সালাত কাজা পড়া যায় না। এ ক্ষেত্রে আপনাকে জোহরের সালাত পড়তে হবে। জুমার সালাত একাকী পড়া যায় না। জুমার নামাজের জন্য কিছু শর্ত আছে। এর জন্য জামাতের শর্ত আছে, লোকের উপস্থিতি লাগবে। তাই, আপনি একা পড়তে পারবেন না। কোনো কারণে জুমার সালাত মিস করলে আপনি জোহরের নামাজ পড়বেন। এ ক্ষেত্রে আপনি যদি মুসাফির হন, দুই রাকাত পড়বেন, যদি না হন তাহলে চার রাকাত পড়বেন।