নতুন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী পেল ইরাক
জাতীয় নির্বাচনের পর এক বছরের অচলাবস্থার অবসান ঘটল ইরাকে। দেশটির পার্লামেন্ট বৃহস্পতিবার কুর্দি রাজনীতিবিদ আব্দুল লতিফ রশিদকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করে। পরে তিনি মোহাম্মদ শিয়া আল-সুদানীকে প্রধানমন্ত্রী মনোনীত করেন। গত বছরের অক্টোবরে দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। খবর রয়টার্স।
আবদুল লতিফ রশিদ (৭৮) ২০০৩ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত ইরাকের পানিসম্পদ মন্ত্রী ছিলেন। ব্রিটেনে পড়াশোনা করা এই প্রকৌশলী রাজনীতিক সাবেক প্রেসিডেন্ট বারহাম সালিহের বিরুদ্ধে জয়লাভ করেন।
ইরাকে প্রেসিডেন্টের পদটি ঐতিহ্যগতভাবে একজন কুর্দি রাজনীতিকের দখলেই থাকে এবং এটি বহুলাংশে একটি আনুষ্ঠানিক পদ। কিন্তু, রশিদকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করা নতুন সরকার গঠনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। গত বছর অনুষ্ঠিত নির্বাচনের পর থেকে এ কাজটি করতে রাজনীতিবিদরা ব্যর্থ ছিলেন।
প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পরই মোহাম্মদ শিয়া আল-সুদানিকে সরকার গঠনের আমন্ত্রণ জানান রশিদ। ৫২ বছর বয়সী সুদানি এর আগে ইরাকের মানবাধিকারবিষয়ক মন্ত্রীর পাশাপাশি শ্রম ও সামাজিক বিষয়ক মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি ইরানপন্থি জোটবদ্ধ দলগুলোর জোট সমন্বয় কাঠামো বলে পরিচিত ইরাকের বৃহত্তম সংসদীয় ব্লকের মনোনীত প্রার্থী।
প্রেসিডেন্টের এই আমন্ত্রণের পর মন্ত্রিসভা গঠন এবং অনুমোদন পেতে পার্লামেন্টে উপস্থাপন করার জন্য সুদানির কাছে এখন ৩০ দিন সময় আছে।