গাজীপুরে বাসচাপায় দুই মাছ ব্যবসায়ীসহ নিহত ৪
গাজীপুর মহানগরীর তেলীপাড়া এলাকায় বাসচাপায় ভ্যানগাড়ি আরোহী দুই মাছ ব্যবসায়ীসহ চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক পথচারী। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে তেলীপাড়ার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ময়মনসিংহের ফুলপুরের হরিনাকান্দা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে ভ্যানচালক বোরহান উদ্দিন (৪০), একই জেলার হালুয়াঘাটের স্বদেশী এলাকার আব্দুল হামিদের ছেলে মাছ ব্যবসায়ী ইউনুস আলী (৩৫), গাজীপুরের বাসন থানার বারবৈকা এলাকার নান্নু মিয়ার ছেলে পথচারী সোহরাব (৩২) ও মাছ ব্যবসায়ী অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি (৩২)। এ ছাড়া দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয়ের আরও এক পথচারি আহত হয়েছেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি-ট্রাফিক) মো. আলমগীর হোসেন বলেন, ‘শনিবার সকাল সাড়ে ৮টার দিকে চন্দনা চৌরাস্তা থেকে ভ্যানযোগে মাছ কিনে বিক্রির উদ্দেশে ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন ব্যবসায়ীরা। এ সময় চান্দনা চৌরাস্তার বিআরটিসি ট্রেনিং সেন্টার সংলগ্ন সড়কের ইউ-টার্নের কাছে তেলীপাড়া এলাকায় মহাসড়কের পাশে দাঁড়ানো ভ্যানটিকে বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানগাড়িতে থাকা দুই মাছ ব্যবসায়ী, এক পথচারী ও ভ্যানচালক ঘটনাস্থলেই নিহত হন।’
ডিসি-ট্রাফিক আলমগীর হোসেন বলেন, ‘হতাহতদের উদ্ধার করে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু খান বলেন, ‘বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’