মুন্সিগঞ্জে নিয়োগ দেবে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)। প্রতিষ্ঠানটিতে ইউনিয়ন স্বাস্থ্য কর্মকর্তা পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন।
পদের নাম
ইউনিয়ন স্বাস্থ্য কর্মকর্তা।
শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীকে স্বাস্থ্য বিষয়ে প্যারামেডিক/ ম্যাটসসহ স্নাতক/ ডিপ্লোমা থাকতে হবে এবং পুষ্টি এবং স্বাস্থ্যসেবায় কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
কর্মস্থল
মুন্সিগঞ্জ।
বেতন
সর্বসাকূল্যে ১৯,৪০০/ (উনিশ হাজার চারশত টাকা মাত্র)।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী যোগ্য প্রার্থীদেরকে আগামী ২৫/১০/২০২২ তারিখের মধ্যে পরিচালক, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) বরাবর দরখাস্ত (যোগাযোগের জন্য সক্রিয় মোবাইল নম্বরসহ পূর্ণ জীবনবৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা ও চাকুরির অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এবং সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের পরিচ্ছন্ন ছবি সংযুক্ত করে) সংস্থার “মানব সম্পদ বিভাগ, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক), বাড়ী-৮৮/এ/ক, সড়ক-৭/এ, ধানমণ্ডি আ/এ, ঢাকা-১২০৯”-এ ঠিকানায় প্রেরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি সংস্থার ওয়েবসাইট www.ric-bd.org এ পাওয়া যাবে। খামের উপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে
আবেদনের শেষ তারিখ
২৫ অক্টোবর,২০২২।
সূত্র : বিডিজবস