কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহগামী গণপরিবহণ বন্ধ
বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পূর্ব ঘোষণা ছাড়াই কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহগামী বাসসহ সব ধরনের যাত্রী পরিবহণ বন্ধ রয়েছে। আজ শনিবার সকাল থেকে ময়মনসিংহগামী যাত্রীরা জেলা শহরের গাইটাল আন্তঃজেলা বাস টার্মিনালে গিয়ে গণপরিবহণ বন্ধ পেয়ে ভোগান্তিতে পরেন।
কিশোরগঞ্জ-ময়মনসিংহ সড়কে যাত্রীবাহী বাসের পাশাপাশি মাইক্রোবাস, সিএনজি অটোরিক্সাসহ ময়মনসিংহগামী সব ধরনের যাত্রী পরিবহণ বন্ধ রয়েছে।
এ ব্যাপারে কিশোরগঞ্জ সড়ক পরিবহণ মালিক সমিতির শেখ ফরিদ আহমেদ বলেন, ‘আমাদের সমিতি বাস বন্ধের কোনো সিদ্ধান্ত নেয়নি। বাস মালিকরাই নিরাপত্তাজনিত কারণে নিজ নিজ বাস চলাচল বন্ধ রেখেছেন।’
তবে নাম প্রকাশ না করার শর্তে একাধিক বাস মালিক বলেন, ‘সমিতির নিজস্ব কোনো সিদ্ধান্তের কারণে নয়। ময়মনসিংহে আজ অনুষ্ঠিত বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ‘ময়মনসিংহ পরিবহণ মালিক সমিতির’ পরামর্শে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।’
তবে জেলা বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা বলেন, ‘কিশোরগঞ্জ থেকে বিএনপিকর্মীদের মহাসমাবেশে যাওয়ায় বাধা দিতেই সব ধরনের গণপরিবহণ বন্ধ রাখা হয়েছে।’