ভোলায় পুলিশের ওপর জেলেদের হামলা
ভোলার মেঘনায় নৌ-পুলিশের ওপর হামলা করেছে ইলিশ শিকারি জেলেরা। মাছ ধরায় নিষিদ্ধ সময়ে আজ রোববার ভোররাতে অভিযানের সময় ইলিশার নৌ-পুলিশের ওপর এই হামলা চালান জেলেরা। এতে দুই পুলিশ কর্মকর্তা আহত হন। এদিকে, জেলার দুই স্থান থেকে ৩৪ জেলেকে আটক করা হয়েছে।
নৌ-পুলিশ জানায়, হামলায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. গালিব ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. বেল্লাল আহত হন। অপরদিকে, ভোলা সদর ও লালমোহনের মেঘনা নদীতে ৩৪ জেলেকে আটক করে নৌ-পুলিশ ও মৎস্য অধিদপ্তর।
ভোলা নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বলেন, ‘আজ রোববার ভোররাতে মেঘনা নদীতে অভিযানের সময় নৌ-পুলিশের ওপর ইট ও পাথড় নিয়ে হামলা চালায় মাছ ধরতে থাকা জেলেরা। হামলায় পুলিশের দুই কর্মকর্তা আহত হন। পরে বিভিন্ন স্থান থেকে ১৮ জেলেকে আটক করে মামলা দেওয়া হয়। এ সময় ১০ হাজার মিটার কারেন্ট জালসহ ২০ কেজি ইলিশ জব্দ করা হয়।’
জেলা মৎস্য কর্মকর্তা মো. মোল্লা এমদাদুল্যাহ বলেন, ‘লালমোহন ও ভোলা সদরসহ মেঘনা নদীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে মৎস্য অধিদপ্তর আরও ১৬ জনকে আটক করা হয়েছে।’