সিলেটের আইকন মাশরাফী
আর দুই মাস বাদে মাঠে গড়াচ্ছে ঘরোয়া টি-টোয়েন্টির সবচেয়ে বড় আসর বিপিএল। এরই মধ্যে শুরু হয়ে গেছে দল গঠন প্রক্রিয়া। সিলেট স্ট্রাইকার্স তাদের আইকন হিসেবে মাশরাফী বিন মোর্ত্তজাকে দল নিয়ে চমক দেখিয়েছে।
আজ বৃহস্পতিবার রাজধানীর এক হোটেলে সিলেটের নতুন লোগো উন্মোচন করা হয়, সেখানেই মাশরাফীর নাম ঘোষণা করা হয়।
সিলেট দলে যোগ দিয়ে মাশরাফী বলেন, ‘আমাকে আইকন হিসেবে নেওয়ায় আন্তরিক ধন্যবাদ জানাই সিলেট কর্তৃপক্ষকে। যে দায়িত্ব দেওয়া হয়েছে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব আমি।’
সিলেট দলে আরও নিয়েছে পাকিস্তানের মোহাম্মদ আমির, শ্রীলঙ্কার ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা প্যারেরা ও কামিন্দু মেন্ডিসকে।
সিলেট তাদের কোচদের নামও প্রকাশ করে। সহকারী কোচ থাকবেন জাতীয় দলের সাবেক ব্যাটার রাজিন সালেহ। পেস বোলিং কোচ হিসেবে থাকছেন সৈয়দ রাসেল ও স্পিন বোলিং কোচ হিসেবে থাকবেন হাসান মুরাদ। ডলার মাহমুদ হলেন দলের ফিল্ডিং কোচ। দলের সঙ্গে থাকবেন জাতীয় দলের সাবেক পেসার হাসিবুল হোসেন শান্ত। ম্যানেজার হিসেবে থাকবেন নাফিস ইকবাল।