পুলিশ বক্সে হামলা : দুই রিকশাচালকের দোষ স্বীকার
রাজধানীর মিরপুরে পুলিশের ট্রাফিক বক্সে হামলা-ভাঙচুর ও পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় গ্রেপ্তার জনি ইসলাম ও রাসেল মিয়া দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নুরের আদালতে এই দুই আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এদিন আদালতে দুই আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করেন মামলার তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিত বিচারক তাদের জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
নথি থেকে জানা গেছে, গত শুক্রবার মিরপুরে অভিযান চালিয়ে দুটি ব্যাটারিচালিত রিকশা জব্দ করেছে পুলিশ। এর পরে ব্যাটারিচালিত রিকশার চালকেরা সংঘবদ্ধ হয়ে মিরপুর ১২, কালশী মোড়, সাগুফতা মোড়, মিরপুর ১০, মিরপুর-১০ নম্বর গোলচত্বর ট্রাফিক পুলিশ বক্সে প্রায় একই সময়ে হামলা চালায়। এ সময় তাঁরা ভ্যান ও রিকশায় করে ইটপাটকেল নিয়ে আসেন। তাঁরা ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর চালান। এতে কনস্টেবল মিজানুর রহমান আহত হন।
এই ঘটনায় পল্লবী থানায় একটি মামলা হয়েছে। মামলায় পুলিশের কাজে বাধা ও সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগ আনা হয়েছে।