চাঁদপুরে ইলিশ ধরার অপরাধে ২০ জেলে আটক
চাঁদপুরে পদ্মা-মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে ২০ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। গত ২৪ ঘন্টায় তাদের পদ্মা ও মেঘনা নদীর বিভিন্ন স্থান থেকে আটক করা হয়।
এ সময় ৮টি মাছ ধরার নৌকা, ১ লাখ ১২ হাজার মিটার কারেন্ট জাল ও ১০৩ কেজি মা ইলিশ জব্দ করেছে নৌ-পুলিশ। আটক ২০ জেলের মধ্যে ১০ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা ও অপর ১০ জেলের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা হয়েছে।
চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান বলেন, ‘চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে নৌ পুলিশ ও কোস্টগার্ড যৌথ অভিযান পরিচালনা করে ২০ জেলেকে আটক করে। এছাড়া চার জনকে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় সতর্ক করে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়। পাঁচটি নৌকা পানিতে ডুবিয়ে নষ্ট এবং কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। ১০৩ কেজি মা ইলিশের মধ্যে ৫০ কেজি মাছ হিমাগারে সংরক্ষণ করা হয়। বাকি ৫৩ কেজি মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।’