পিরোজপুরে বন্ধ গণপরিবহন, দুর্ভোগে সাধারণ মানুষ
গতকাল ভোর থেকে শুরু হওয়া পিরোজপুরের সাথে খুলনার যান চলাচল আজও বন্ধ রয়েছে । ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন খুলনায় চিকিৎসা নিতে যাওয়া মানুষ। বাস বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা কেউ পায়ে হেঁটে, কেউ ভ্যান বা ইজিবাইকে চড়ে চেষ্টা করছেন গন্তব্যে পৌঁছানোর।
উল্লেখ্য, আজ শনিবার দুপুরে খুলনা নগরীর সোনালী ব্যাংক চত্বরে বিভাগীয় গণসমাবেশের আয়োজন করেছে বিএনপি। বিএনপির বিভাগীয় গণসমাবেশ সামনে রেখে দুই দিন বাস চলাচল বন্ধ রাখলেও বাস মালিক সমিতি জানিয়েছে, হাইকোর্টের সিদ্ধান্ত অমান্য করে সড়ক-মহাসড়কে নসিমন-করিমন, ইজিবাইক চলাচল করছে। এসব যান চলাচল বন্ধ রাখার দাবিতে এ ধর্মঘট ডাকা হয়েছে। বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নাশকতার আশংকাও করছে মালিক সমিতি।