লাশ ফেলে আন্দোলন জমাতে চায় বিএনপি : ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, লাশ ফেলে সরকারবিরোধী আন্দোলন জমাতে চায় বিএনপি। সরকার বিএনপির এ ফাঁদে পা দেবে না।
আজ শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, খুলনার জনসভাকে কেন্দ্র করে সহিংসতার জন্য বিএনপির উসকানির ফাঁদে সরকার পা দেবে না। তারা তাদের আন্দোলনের শক্তি যোগাতে লাশ চায়। কিন্তু, আমরা তাদের উসকানিতে পা দেব না।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সমাবেশকে কেন্দ্র করে কেউ নিহত হলে সরকার কোনো দায় নেবে না। নৈরাজ্য সৃষ্টির যেকোনো উদ্যোগ প্রতিহত করা হবে।’