মিরসরাইয়ে সমুদ্রে ড্রেজার ডুবে নিখোঁজ ৮ বালুশ্রমিক
চট্টগ্রামের মিরসরাই উপজেলার সাহেরখালি ইউনিয়নে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সমুদ্র উপকূলে থাকা বালুবাহী ড্রেজার ডুবে আট শ্রমিক নিখোঁজ হয়েছে। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। সোমবার রাত ১০টার দিকে উপজেলার সাহেরখালি ইউনিয়নে বঙ্গোপসাগরে বালুবাহী ড্রেজার যুবে এ ঘটনা ঘটে।
নিখোঁজ শ্রমিকরা হলেন- মাহমুদ মোল্লা, আলামিন, ইমাম মোল্লা, আবুল বশর, তারেকসহ আটজন। তাদের সবার বাড়ি পটুয়াখালীর জৈনকাঠি ও মোল্লাবাড়ি থানায়।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে একই দিন সকালে খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন। তবে এখনও তাদের সন্ধান পাওয়া যায়নি।
জানা গেছে, উপজেলার ১৬ নম্বর সাহেরখালি ইউনিয়নের বসুন্ধরা এলাকায় বেড়িবাঁধ সংলগ্ন সাগরে বালু উত্তোলনের জন্য ওই ড্রেজার মেশিন রাখা ছিল। তবে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সাগরের জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধির পাশাপাশি ঝড়ো হাওয়া ওই স্থানে রাখা ড্রেজার মেশিন ‘সৈকত-২’ পানিতে ভেসে গিয়ে ডুবে যায়। এ সময় ড্রেজারে থাকা আট শ্রমিক নিখোঁজ হন।
ড্রেজার ম্যানেজার রেজাউল করিম বলেন, উপজেলার ১৬ নম্বর সাহেরখালি ইউনিয়নের বসুন্ধরা এলাকায় বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় আরও ছয়টি ড্রেজার রাখা ছিল। সিত্রাংয়ের খবর পেয়ে অন্য সব শ্রমিক নিরাপদ স্থানে চলে গেলেও দুর্ঘটনায় পতিত ড্রেজারের আট শ্রমিক আসেনি।
ড্রেজারে থাকা শ্রমিক আব্দুস সালাম বলেন, ড্রেজারে আমিসহ নয়জন ছিলাম। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কথা শুনে সোমবার সন্ধ্যা ৭টার দিকে আমি ড্রেজার থেকে নেমে আসি। এ সময় বাকিরা সেখানেই ছিল।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, সোমবার রাতে সাগরে ড্রেজারসহ আট শ্রমিক নিখোঁজের সংবাদ পেয়ে একটি টিম নিয়ে ঘটনাস্থলে যাই। এ সময় ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়েছে।
এ বিষয়ে মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বলেন, মঙ্গলবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছি। এখনও পর্যন্ত কাউকে উদ্ধার করা যায়নি।