খায়রুল হককে বাঁচাতেই খালেদা জিয়ার নামে মামলা
বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ অভিযোগ করেছেন, সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে বাঁচাতেই খালেদা জিয়ার নামে রাষ্ট্রদ্রোহ মামলা দেওয়া হয়েছে।
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে রিজভী আহমেদ এ কথা বলেন। বিএনপির চেয়ারপারসনের নামে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে এর আয়োজন করে মহিলা দল।
রিজভী আহমেদ বলেন, এই খায়রুল হকরা দেশে গণতন্ত্রকে হত্যা করেছেন। এই খায়রুল হকরাই রক্তপাত শুরু করেছেন।
বিএনপির এই নেতা আরো অভিযোগ করেন, জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিতে ষড়যন্ত্র করছে সরকার।
অন্যদিকে দলটির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারে এখন গোটা জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মাহবুবুর রহমান বলেন, উন্নয়নের নামে যে দুর্নীতি চলছে, তা প্রমাণিত হয়েছে টিআইবি রিপোর্টে।