বিএনপির ৩৩ নেতাকর্মীর আগাম জামিন
গাজীপুর মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরকার জাবেদ আহম্মেদ সুমনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৩৩ নেতাকর্মীর আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। তাদেরকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়ে এই সময়ের মধ্যে গাজীপুর মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।
আজ বুধবার হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে আজ আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, আইনজীবী আব্দুল জব্বার ভূঁইয়া, গাজী মো. কামরুল ইসলাম সজল ও সৈয়দ নূরে আলম সিদ্দিকী (সোহাগ)।
বিএনপির এক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে দলটি। ওই মিছিলে নাশকতার অভিযোগ এনে টঙ্গী পূর্ব থানার পুলিশ বাদী হয়ে গত ১৯ অক্টোবর মামলা করে। মামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের ৩৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
এ মামলায় পৃথক আবেদনের শুনানি নিয়ে ৩৩ জনকে ছয় সপ্তাহের আগাম জামিন দেন আদালত। এ সময়ের মধ্যে তাদের গাজীপুর মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।