হার দিয়ে ইউরোপায় অবনমন বার্সেলোনার
আশায় বাঁচে চাষা! আশার নিভু নিভু সলতে জ্বলছিল বার্সেলোনার। অনেক যদি-কিন্তুর হিসাব বাঁচিয়ে রাখলেও শেষ পর্যন্ত সব শেষ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে বায়ার্ন মিউনিখের কাছে ৩-০ গোলের পরাজয়ে শঙ্কাই সত্যি হলো। টানা দ্বিতীয়বার ইউরোপা লিগে অবনমিত হলো বার্সেলোনা।
বার্সার পরের পর্বে যাওয়ার সমীকরণ বাঁচিয়ে রাখতে অলৌকিক কিছু ঘটতে হতো। ইন্টার মিলানকে হারতে হতো ভিক্টোরিয়া প্লাজেনের বিপক্ষে। বার্সাকে জিততে হতো বায়ার্নের সঙ্গে। এত মারপ্যাঁচে না গিয়ে ঘরের মাঠে প্লাজেনকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে পরের পর্ব নিশ্চিত করেছে ইন্টার। তাতে বিদায় ঘন্টা বেজে যাওয়া বার্সেলোনা প্রত্যাশিত পরাজয় বরণ করে বায়ার্নের কাছে।
ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ন্যূনতম প্রতিরোধও গড়তে পারেনি কাতালানরা। জার্মান জায়ান্টদের সামনে অসহায় আত্মসমর্পণ করে। খেলা মাঠে গড়াবার ১০ মিনিটে গোল পায় বায়ার্ন। সার্জ গ্যানাব্রির লম্বা পাস থেকে বাভারিয়ানদের পক্ষে প্রথম গোল করেন সাদিও মানে। ৩১ মিনিটে ব্যবধান বাড়ান ম্যাক্সিম চপো-মোটিং। ২ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বায়ার্ন। বিরতির পর ফিরেই বায়ার্ন ফের আগ্রাসী। মানেকে অ্যাসিস্ট করা গ্যানাব্রি একটি গোল পেলেও বাতিল হয় অফসাইডের কারণে। এরপর গোল না পেলেও বার্সার রক্ষণ নিয়ে একপ্রকার ছেলেখেলাই করে তারা। ম্যাচের ৯৫ মিনিটে বদলি হিসেবে নামা বেঞ্জামিন পাভার্ড শেষ পেরেক ঠোঁকেন বার্সার কফিনে।
ম্যাচে বায়ার্নের ১৪ টা সঠিক শটের বিপরীতে বার্সার শট শূন্য। বায়ার্ন মিউনিখের বিপক্ষে সর্বশেষ ৫ দেখায় সব কয়টিতে হেরেছে বার্সেলোনা। সর্বশেষ চার দেখায় তাদের জালে একটি বলও জড়াতে পারেনি কাতালানরা।