প্রথম উইকেট হারানোর পর মারকুটে ডি কক-রুশো, বৃষ্টির হানা
প্রথম ওভারেই তাসকিন তুলে নেন প্রোটিয়া ওপেনার ও অধিনায়ক টেম্বা বাভুমার উইকেট। অফ স্টাম্পের বাইরে তাসকিনের অসাধারণ এক লেংথ বলে খোঁচা মারেন বাভুমা। পেছনে দাঁড়িয়ে ক্যাচটি নেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান।
আজ বৃহস্পতিবার সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটিতে টসে হেরে আগে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ।
প্রোটিয়াদের ওপেনার হিসেবে নামেন টেম্বা বাভুমা ও কুইন্টন ডি কক। বাংলাদেশের পক্ষে বল শুরু করেন পেসার তাসকিন আহমেদ। প্রথম ওভারের শেষ বলে দলীয় ২ রানে আউট হন টেম্বা বাভুমা।
এরপরে উইকেটে আসেন রাইলি রুশো। ডি কক-রুশো মিলে রান তোলার গতি বাড়াতে থাকেন। দ্বিতীয় ওভারে মেহেদী হাসান মিরাজ দেন ৮ রান। পরের ওভারে তিন ৪ ও এক ছক্কায় ২১ রান দেন তাসকিন।
পাওয়ার প্লের চতুর্থ ওভারে হাসান মাহমুদ ১১ রান দেন। পঞ্চম ওভারেও মারকুটে ছিল এই জুটি। এ ওভারে তারা নেন ১৬ রান। এরপর মাঠে নামে বৃষ্টি। আপাতত খেলা বন্ধ রয়েছে।
৫.৩ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার রান ৬০/১।