মাছের প্রজেক্টের আড়ালে ইয়াবা ব্যবসা, এরশাদুলের জামিন নাকচ
রাজধানীর উত্তরা থেকে ৩৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার কক্সবাজার জেলার মাদক চোরাকারবারি এরশাদুল হকের জামিন নাকচ করে দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা এই আদেশ দেন।
এর আগে গতকাল বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তমিজ উদ্দিন মৃধাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। এরশাদুল হকের পক্ষে তাঁর আইনজীবী জামিন আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং আজ জামিন শুনানির জন্য দিন ধার্য করেন।
গত মঙ্গলবার রাতে উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় এক কোটি টাকা মূল্যের ৩৩ হাজার পিস ইয়াবাসহ এরশাদুল হককে গ্রেপ্তার করে ডিএনসি ঢাকা মেট্রো উত্তরের একটি দল।