বিশ্বকাপে পাকিস্তানের শেষ দেখছেন শোয়েব
পরপর দুই ম্যাচ। প্রথমে ভারত, পরে জিম্বাবুয়ে। চিত্র একই। শেষ বল, পাকিস্তানের পরাজয়। ভারতের বিপক্ষে পরাজয় মেনে নেওয়া যায়। স্নায়ুর যুদ্ধে এমন ম্যাচে খেই হারানো স্বাভাবিক। তাই বলে জিম্বাবুয়ে! কোনোভাবেই এই পরাজয় কাম্য নয়। মেনে নিতে পারছেন না পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার।
রাওয়ালপিন্ডি এক্সপ্রেসখ্যাত গতি তারকা শোয়েব স্রেফ এই ম্যাচের ফল নিয়ে নয়, সার্বিকভাবে ক্ষোভ ঝাড়লেন পুরো টিম ম্যানেজমেন্টের ওপর। রাখেননি ন্যূনতম রাখঢাক। শোয়েব অবশ্য বরাবরই সরব সামাজিক মাধ্যমে।
খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে টুইটারে লিখেছেন, ‘জিম্বাবুয়ে বলে ভেবেছে সব আপনাআপনি হবে। এভাবে নিজে নিজে হয় না কিছু। খেলোয়াড়দের মাঠে খেলতে হবে।’
এতেই ক্ষান্ত থাকেননি শোয়েব। আরও একটি টুইটে লেখেন, ‘সাধারণ চিন্তাভাবনা। সাদামাটা দল। এটিই সত্য। এর মুখোমুখি হতে হবে।’
পাকিস্তানের এমন হতশ্রী চেহারায় বিদায় দেখছেন শোয়েব। কোনো আশা নেই দলের প্রতি। তিনি বলেন, ‘জিম্বাবুয়ের বিপক্ষে পরাজয় আমাদের পরের পর্বে যাওয়া কঠিন করে দিল। অনেক হিসাব নিকাশের সম্মুখীন হতে হবে এখন। আমার কথা হচ্ছে, নিজেদের এই পরিস্থিতিতে কেনো ফেলেছি আমরা? গড়পড়তা পিসিবি, সাদামাটা ম্যানেজমেন্ট নিয়ে আসলে এরচেয়ে বেশি প্রত্যাশা করা যায় না। আমি খুবই হতাশ।’
সম্ভাবনা এখনও পুরোপুরি শেষ না হলেও টানা দুই হারে বাবর-রিজওয়ানদের আশা ক্ষীণ হয়ে এসেছে। তারচেয়েও বড় কথা হারের ধরণে আত্মবিশ্বাস নিঃসন্দেহে কমে গেছে তাদের। জিম্বাবুয়ের কাছে পরাজয় শোয়েব আখতারের মতো অনেক পাকিস্তানি ক্রিকেটারদের কাছেই লজ্জার, বিব্রতকর।