প্রথমে ঘুমের ওষুধ খায়, পরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করে মা-মেয়ে-ছেলে
জমি ও বাড়ি রক্ষায় ব্যর্থ হয়ে শরীরে কেরোসিন ঢেলে একই পরিবারের তিনজন অত্মহত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। যদিও তারা শরীরে আগুন ধরাতে পারেনি। আজ শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন শাহবাগ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহ। তিনি এনটিভি অনলাইনকে এ তথ্য জানান।
মো. আব্দুল্লাহ বলেন, ‘তাদের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার বরফা এলাকায়। শুনেছি, জমি ও বাড়ি রক্ষায় ব্যর্থ হয়ে শরীরে কেরোসিন ঢালেন শিরিনা খান (৩৬) ও তাঁর মেয়ে শারমিন খান (১৬) ও ছেলে জহির খান (১০)। শরীরে আগুন দেওয়ার আগেই স্থানীয় লোকজন তাদের রক্ষা করে।’
মো. আব্দুল্লাহ বলেন, ‘তবে, আরেকটি তথ্য জেনেছি। বাড়ি থেকে প্রেসক্লাবের দিকে রওনা দেওয়ার আগে ওই তিনজন ঘুমের ওষুধ খেয়ে রওনা দেন। সম্ভবত অজ্ঞান হয়ে পড়ার চিন্তায় তারা ওষুধ খায়। তবে, এ ব্যাপারে আরও বিস্তারিত জিজ্ঞাসা করতে হবে।’
এসআই আব্দুল্লাহ বলেন, ‘আমি প্রেসক্লাব থেকে তাদের তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। তাদের তিনজনকেই ওয়াশ করা হয়েছে। তারা এখন বিপদমুক্ত।’
আত্মহত্যার চেষ্টা করা শিরিন খান গণমাধ্যমের কাছে দাবি করেন, এর আগেও তিনি কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছেন। শিরিন বলেন, ‘নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার বরফা এলাকায় তিনি আট বছর আগে জমি কিনে বাড়ি করেছেন এবং সেখানে বসবাস করছেন। কিন্তু, স্থানীয় আওয়ামী লীগ নেতা হান্নান দীর্ঘদিন ধরে তাকে বাড়ি ছাড়তে চাপ দিয়ে আসছেন। হান্নান আমার নামে মামলা করেছে এবং হুমকি-ধমকি দিচ্ছে। গত দুই মাস ধরে আমাকে বাড়িতে যেতে দিচ্ছে না।’
শিরিন খান বলেন, ‘আমার স্বামী অসুস্থ। আমি স্থানীয় মানুষ ও প্রশাসনের সহযোগিতা চেয়ে ব্যর্থ হয়েছি। পুলিশকে জানালে তারা সহযোগিতা করছে। কিন্তু, তাদের সঙ্গে পেরে উঠছে না। হান্নান আমাদের আর বাড়িতে না যেতে বলছে। জমির দলিলপত্র সব দিয়ে দিতে বলছে। দ্বারে দ্বারে ঘুরেও কোনো উপায় না পেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছি। আমার আর কোনো উপায় নেই।’