বাঁচা-মরার ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা স্বপ্নের মতো হলেও সময়ের সঙ্গে তা রূপ নিয়েছে দুঃস্বপ্নে। নেদারল্যান্ডসের বিপক্ষে জয় দিয়ে শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচেই লজ্জায় ডুবেছে। এবার বাংলাদেশকে দিতে হবে জিম্বাবুয়ের পরীক্ষা। চেনা প্রতিপক্ষের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে মাঠে নেমেছে সাকিব আল হাসানের দল।
ব্রিজবেনের গ্যাবায় ম্যাচটিতে জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত ম্যাচে বৃষ্টির বাগড়ায় পড়তে হলেও আজ সেটা হচ্ছে না। জিম্বাবুয়ের বিপক্ষে লড়াইয়ের জন্য গ্যাবার শুষ্ক আবহাওয়াই আমন্ত্রণ জানিয়েছে সাকিব-লিটনদের।
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ শেষে মুদ্রার দু'টো পিঠই দেখেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে দেড় দশকের কাঙ্খিত জয় পাওয়া, পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে লজ্জার পরাজয়! অস্ট্রেলিয়ার বৈরি আবহাওয়ার মতো রঙ বদলেছে বাংলাদেশের ফর্মও। এক ম্যাচে বোলিং দাপটে উড়েছেন তাসকিনরা। অন্যটিতে দেদারসে রান বিলিয়ে ডুবিয়েছেন দলকে। সবমিলিয়ে খুব একটা স্বস্তি নেই বাংলাদেশ শিবিরে।
এর মধ্যেই আজ পরীক্ষা দিতে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রতিপক্ষ হিসেবে জিম্বাবুয়ে খুব চেনা বাংলাদেশের। কিন্তু বর্তমানে যে ছন্দে উড়ছে জিম্বাবুয়ে তাতে সহজভাবে নেওয়ার কোনো উপায় নেই। কারণ, গত ম্যাচেই পাকিস্তানের দারুণ জয় তুলে নিয়েছে তারা।
তবুও ক্রিকেটে জিম্বাবুয়ে পরাশক্তি নয় বলা যায়। বাংলাদেশও নয়। তবে বিশ্বকাপের মঞ্চে পরিসংখ্যানের ধার ধারে না কেউ। সবারই লক্ষ্য থাকে প্রতিপক্ষকে কুপোকাত করার। সে জন্য যতটুকু মনোবল প্রয়োজন, আজকের ম্যাচের আগে সবই আছে জিম্বাবুয়ের কাছে। যেখানে বাংলাদেশ জর্জর নানান সমালোচনায়। দেখার পালা, বাংলাদেশ কেমন করে।
বর্তমানে গ্রুপ ‘বি’ তে চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ। ২ ম্যাচে একটিতে জিতে ২ পয়েন্ট পেয়েছে সাকিবরা। দুই গ্রুপ মিলে সবচেয়ে কম রানরেট (-২.৩৭৫) তাদের। ‘বি’ গ্রুপের শীর্ষ দল ভারত। ২ ম্যাচ শেষে রোহিতদের পয়েন্ট ৪। জিম্বাবুয়ের পয়েন্ট ৩।
বাংলাদেশ : সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, ইয়াসির আলি, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।
জিম্বাবুয়ে : ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, মিল্টন শাম্বা, শিন উইলিয়ামস, সিকান্দার রাজা, রেজিস চাকাভা, রায়ান বার্ল, লুক জংওয়ে, ব্র্যাড ইভান্স, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি।