আ.লীগকে শিক্ষা দিতে জনগণের পায়ের আওয়াজ পাচ্ছি : মির্জা আব্বাস
ঢাকার সমাবেশ সফল করতে নেতাকর্মীরা প্রস্তুত উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আপনাদের (আওয়ামী লীগ) শিক্ষা দিতে জনগণ আসছে। আমরা কিন্তু জনগণের পায়ের সেই আওয়াজ পাচ্ছি।’
আজ রোববার বিকেলে ঢাকা জেলা বিএনপির সম্মেলনে অংশ নিয়ে মির্জা আব্বাস এসব কথা বলেন। নবাবগঞ্জে কলাকোপায় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের বাড়ির সামনে এই সম্মেলনের আয়োজন করা হয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে সম্মেলনে বক্তব্য দেন।
মির্জা আব্বাস বলেন, ‘আমাদের লোকজনের চেয়ে বেশি পুলিশ। বুঝলাম কেন এত পুলিশ? আপনরা কি চুরি ডাকাতি করেছেন? আমাদের একটাই অপরাধ আমরা বিএনপি করি।’
আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশের কথা উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, ‘মাটিতে কান পেতে শুনলে পায়ের আওয়াজ পাওয়া যায়। কারা জানি আসছে এই সরকারকে সরাতে। কারা আসছে? শহীদ জিয়ার সৈনিকারা আসছে।’
‘বিএনপি লুটপট, খাওয়া-দাওয়ার মধ্যে নেই’ উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, ‘মানুষের ভালোবাসায় বিএনপি বারবার ক্ষমতায় আসে।’
‘দুর্ভিক্ষ’বিষয়ক মন্তব্য তুলে ধরে মির্জা আব্বাস প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’
দলের স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘দরবেশের নেতৃত্বে শেয়ার বাজার লুট করেছেন। সেই টাকা রাষ্ট্রকে ফেরত দেন। বাংলাদেশের অর্থনীতিকে লুট করেছেন, সেই টাকা ফেরত দেন।’
গয়েশ্বর নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘অনেক বাধাবিপত্তি আসছে, আপনারা ঐক্যবদ্ধ হোন। আমরা তারেক রহমানের নেতৃত্ব এই সরকারকে হঁটিয়ে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করব। আপনারা সেই প্রস্ততি নেন।’
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের সঞ্চালনায় এবং ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান সালাহ উদ্দিন বাবুর সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, ঢাকা বিভাগীয় সংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, সহসাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী প্রমুখ।