বগুড়ায় নিয়োগ দেবে টিএমএসএস, বেতন ৬০ হাজার টাকা
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি এনজিও সংস্থা ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস)। সংস্থাটিতে কোঅর্ডিনেটর, টিএমএসস পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম
কোঅর্ডিনেটর, টিএমএসএস।
শিক্ষাগত যোগ্যতা
স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, ইকোনমিকস, ডেভেলপমেন্ট স্টাডিজ, সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি ও ইউমেন অ্যান্ড জেন্ডার স্টাজিস বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। একাডেমিক পর্যায়ে কোনো তৃতীয় বিভাগ বা ক্লাস থাকা যাবে না। পদ সংশ্লিষ্ট বিষয়ে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে এরমধ্যে ৫ বছর ডেভেলপমেন্ট সেক্টরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্ট/ এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। মাইক্রোসফট অফিস প্যাকেজের কাজে দক্ষতা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। অনূর্ধ্ব ৫০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।
কর্মস্থল
বগুড়া।
বেতন
৬০,০০০/-টাকা। এছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহীদের সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, মোবাইল নম্বর, পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপিসহ আবেদনপত্র পাঠাতে হবে টিএমএসএস বরিশাল ডোমেইন অফিস, সরদার মঞ্জিল, সিঅ্যান্ডবি রোড, বৈদ্যপাড়ার মোড়, বরিশাল এই ঠিকানায়।
আবেদনের শেষ তারিখ
১৪ নভেম্বর, ২০২২।
সূত্র : বিডিজবস।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে