স্কুলছাত্র মেহেদী হত্যা : ৮ আসামির যাবজ্জীবন
রাজধানীর পল্লবীতে স্কুলছাত্র মেহেদী হাসান হত্যা মামলায় আট আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখার এ রায় দেন।
আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) ফারুকুল ইসলাম এ তথ্য জানিয়ে বলেন, ‘আট আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—ফয়সাল, আশিক, রাসেল, ওলি, সাদ্দাম, রাব্বি ওরফে ছটু মিয়া, ইমরান ও রাশিদ। এ ছাড়া বয়স বিবেচনায় আসামি নান্নু ও শাহিনুরকে খালাস দিয়েছেন আদালত।’
আরজি থেকে জানা গেছে, ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর এজাহারনামীয় আসামিরা সন্ধ্যা সাড়ে ৬টায় ওলি মোশারফ হোসেনের একমাত্র ছেলে মেহেদী হাসানকে ডেকে পাশের একটি ভবনে নিয়ে যান। সে সময় মেহেদীর ভাগনে অনিক ঘটনাটি দেখতে পায় এবং সংবাদ পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান মেহেদী অজ্ঞান অবস্থায় ফ্লোরে পড়ে রয়েছে। চিকিৎসার জন্য তাকে মিরপুর ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মোশারফ হোসেন ওই বছরের ১ অক্টোবর পল্লবী থানায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় হত্যা মামলা করেন। মামলা পরে পল্লবী থানা পুলিশ আসামিদের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রের পরে মামলাটি বিচারের জন্য এই আদালতে আসে। এরপরে ২০১৯ সালের ১ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। আজ সেই মামলার রায় এলো।