লিটন দাসে মুগ্ধ অ্যাডিলেড
ভারতীয় পেসার মোহাম্মদ শামিকে ছক্কা মেরে মাত্র ২১ বলে হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন দাস। ১৮৫ রানের লক্ষ্যে মাঠে নেমে শুরুতেই ঝোড়ো ব্যাটিংয়ে হাফসেঞ্চুরি তুলে নেন লিটন। আর এতেই অ্যাডিলেডের ওভালে দারুণ ক্রিকেট উপভোগ করছেন বাংলাদেশি দর্শকেরা।
আজ বুধবার বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৪ রান করে ভারত। জবাবে ব্যাটে নেমে ৭ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬৬ রান তোলেন দুই ওপেনার শান্ত-লিটন।
এই মুহূর্তে ২৬ বলে ৫৯ রান করে অপরাজিত আছেন লিটন। তিনি সাতটি ৪ এবং তিনটি ছক্কা মেরেছেন। লিটনের স্ট্রাইক রেট ২২৬.৯২।
বাংলাদেশের জিততে হলে ৭৮ বলে ১১৯ রান করত হবে। হাতে রয়েছে ১০ উইকেট। এর মধ্যেই শুরু হয়েছে বৃষ্টি। তবে বৃষ্টি হলেও ১৭ রানে এগিয়ে আছে বাংলাদেশ।