শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক করার অবকাশ নেই : সংস্কৃতিমন্ত্রী
মহান মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক করার কোনো অবকাশ নেই বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি বলেন, ‘এর সঙ্গে আমাদের আবেগ, আমাদের সংগ্রাম, আমাদের ত্যাগ সব কিছু জড়িত। তাই এটি যাঁরা করেন, তাঁরা ইচ্ছা করেই করেন।’
আজ শনিবার দুপুরে সুনামগঞ্জে নবনির্মিত জেলা শিল্পকলা একাডেমি ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়েছে।
আসাদুজ্জামান নূর বলেন, সাবেক বিরোধীদলীয় নেত্রী যিনি নিজের স্বামীকে একজন মুক্তিযোদ্ধা দাবি করেন। তাঁর পক্ষে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন করাটা শহীদের প্রতি অবমাননা, মুক্তিযুদ্ধের প্রতি অবমাননা। এই সংখ্যাটি যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই কারণে যে এটি এ দেশের অসংখ্য মানুষের আত্মত্যাগের শামিল।
সংস্কৃতি বিষয়কমন্ত্রী বলেন, ‘যাঁরা বাংলার মাটিতে রাজনীতি করতে চান তাঁদের কতগুলো বিষয় মাথা রেখেই রাজনীতি করতে হবে। এ দেশের মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের চেতনা, শহীদের প্রতি সম্মান আর বঙ্গবন্ধুকে মেনে নিয়েই তাঁদের রাজনীতি করতে হবে। যাঁরা এটি করবেন না তাঁদের এ দেশে রাজনীতি করার কোনো সুযোগ নেই।’
আসাদুজ্জামান নূর বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে। আমরা লড়াই করছি সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে, যারা বাংলাদেশ চায়নি, স্বাধীনতা চায়নি, যারা মানুষ পুড়িয়ে মারছে, রাজনীতিবিদ, শিল্প-সাহিত্যিক, লেখক-সাংবাদিকদের হত্যা করছে; এই অপশক্তিকে রুখতে হবে।’
জেলা শিল্পকলা একাডেমি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘যে শিশু গান শোনে না, কবিতা পড়ে না, ছবি আঁকে না, আকাশ দেখে না সে বিকশিত হতে পারে না। আমরা আলোকিত সমাজ, আলোকিত প্রজন্ম চাই। আলোকিত প্রজন্মই সব অন্ধকার রুখে দেবে।’
সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ ও শামসুন্নাহার বেগম শাহান, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আক্তারী মমতাজ, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াতক আলী লাকী, সুনামগঞ্জের পুলিশ সুপার মো. হারুন অর রশিদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শামছুল আবেদীন, সঞ্চালনা করেন শিল্পকলা একাডেমির কোষাধ্যক্ষ পঙ্কজ দে।
সংস্কৃতিকমন্ত্রী পরে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।