বাঁচা-মরার ম্যাচে আফগানদের চ্যালেঞ্জ দিল অস্ট্রেলিয়া
হারলেই বাদ পড়ার শঙ্কায় স্বাগতিক অস্ট্রেলিয়া। আর নিজেদের সান্ত্বনার জয়ে অসিদের কপাল পোড়াতে পারে আফগানরা। এমনই বাঁচা-মরার ম্যাচে আফগানদের ১৬৯ রানের চ্যালেঞ্জ দিল ম্যাথু ওয়েডরা।
আজ শুক্রবার অ্যাডিলেডে দিনের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবি। ২.১ ওভারে দলীয় ২২ রানে অসি ওপেনার ক্যামেরন গ্রিনকে (৩) আউট করেন ফজল হক ফারুকী।
পরে উইকেটে থিতু হওয়ার চেষ্টা করেন ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। বেশিদূর যেতে পারেনি এই জুটি। দলীয় ৫০ রানে ওয়ার্নারকে (২৫) আউট করে জুটি ভাঙেন আফগান বোলার নবিন-উল-হক। ৪ রান পরেই স্টিভেন স্মিথ (৪) আউট হলে বিপদে পড়ে অসিরা। দলকে বিপদ থেকে উদ্ধার করে মার্শ-স্টয়নিস জুটি। এই জুটির সংগ্রহ ৩৪ রান। দলীয় ৮৬ রানে মার্শ (৪৫) আউট হলে উইকেটে আসেন গ্লেন ম্যাক্সওয়েল।
স্টয়নিসকে নিয়ে ম্যাক্সওয়েল করেন ৫৩ রানের জুটি। আর এই জুটিতেই চেপে অসিরা শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৬৮ রান করেন। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ বলে ৫৪ রান করেন ম্যাক্সওয়েল। ৫৪ রানের ইনিংসে তিনি ছয়টি চার এবং দুটি ছক্কা মেরেছেন। আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন নবিন-উল-হক।
জবাবে ব্যাটে নেমে ২.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ১৫ রান করেছে আফগানিস্তান। আজ জিতলেও অসিদের অপেক্ষা করতে হবে ইংল্যান্ড-শ্রীলঙ্কার ম্যাচের ফলাফলের দিকে। আর হারলে বাদ পড়বে স্বাগতিকরা।