সাকিবকে এ কেমন আউট দিলেন আম্পায়ার?
‘অভাগা যেদিকে চায়, সাগর শুকিয়ে যায়।’ এই প্রবাদের মতোই নিষ্ঠুর সত্য যেন বাংলাদেশ ক্রিকেট দলের ভাগ্য। আম্পায়ারদের হতাশাজনক সিদ্ধান্ত যেন বারবার বাংলাদেশকে জোর করে ‘অভাগা’ বানিয়ে দিচ্ছে। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে অধিনায়ক সাকিব আল হাসানকেও যেন এক প্রকার জোর করেই আউট করলেন আম্পায়াররা।
গত ২ নভেম্বর ভারতের বিপক্ষে বাংলাদেশকে ভেজা মাঠে জোর করে খেলতে নামনো, ফেক থ্রোর বিষয়ে খেয়াল না করা এবং আজ রোববার পাকিস্তানের বিপক্ষে অধিনায়ক সাকিব আল হাসানকে লেগ বিফোর উইকেট (এল.বি.ডব্লিউ) দিয়ে আউট দিলেন আম্পায়াররা।
পাকিস্তানের বিপক্ষে ১০.৫ ওভারে শাদাব খানের বলে সাকিবকে এল.বি.ডব্লিউ আউট দেন দক্ষিণ আফ্রিকান আম্পায়ার অ্যাড্রিয়ান হোল্ডস্টক। সঙ্গে সঙ্গে রিভিউ নেন সাকিব। টিভি রিপ্লেতে স্পষ্ট দেখা যাচ্ছিল বল প্রথমে ব্যাটে লেগেছে। বল স্পর্শ করেছে ব্যাটে—এটা দেখার পরও জিম্বাবুয়েন টিভি আম্পায়ার ল্যাংটন রুসেরে জানালেন ব্যাটে বল লাগেনি। আবারও দেখা হলো টিভি রিপ্লে। তখনও দেখা যাচ্ছিল ব্যাটে লেগেছে বল। তবুও ঘোষণা করা হলো আউট।
এমন সিদ্ধান্ত মেনে নিতে পারছিলেন না সাকিব। বারবার আম্পায়ারদের সঙ্গে কথা বলছিলেন তিনি। মাঠের অন্য আম্পায়ার ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন সাকিবকে মাঠ ছাড়ার জন্য বললেন। রীতিমতো এক বুক হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো সাকিবকে। সাকিব মাঠ ছাড়ার পরে আর ঘুরে দাঁড়াতে পারেনি লাল-সবুজের দল।
এদিন হতাশ শুধু সাকিব হননি। হতাশ হয়েছেন বাংলাদেশের ক্রিকেট-পাগল ১৬ কোটি মানুষ। কারণ আজ জিতলেই যে সেমিফাইলে ওঠার ইতিহাস গড়তে পারবে বাংলাদেশ।