কাউকে দোষ দিচ্ছেন না শান্ত
টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শেষ হলো বাংলাদেশের। অষ্টম আসরে এসে প্রাপ্তির খাতা অন্যান্য আসরের মতো একেবারে শূন্য নয়। আফসোস, আরেকটু ভালো খেলতে পারলে সেমিফাইনাল নাগালেই ছিল। পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে পাঁচ উইকেটের হারে সম্ভব হয়নি তা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এলেন ৪৮ বলে ৫৪ রানের ইনিংস খেলা নাজমুল হোসেন শান্ত। চলতি আসরে এটি তাঁর দ্বিতীয় ফিফটি। দলের পরাজয়ে ম্লান হলো সেটি। আউট হওয়ার পর শান্তের চেহারা বলে দিচ্ছিল, চেয়েছিলেন আরেকটু ভালো খেলতে।
তা-ই জানালেন সাংবাদিকদের, "আমরা ইনিংসটি পরিস্থিতির চাহিদা অনুযায়ী এগিয়ে নিচ্ছিলাম। এই পিচে সবারই কষ্ট হচ্ছিল। আউট হওয়ার সময় অনেকগুলো বল বাকি ছিল। আমার ইচ্ছে ছিল আরও সময় মাঠে থেকে দলকে সাহায্য করার।"
শান্ত চেয়েছিলেন, চেষ্টাও করেছেন। পুরোপুরি সফল না হলেও ব্যর্থ নন। ব্যর্থ হয়েছে মিডল অর্ডার, লোয়ার অর্ডার। সেই কথার জবাব শান্ত দিলেন এভাবে, "মিডল, লোয়ার অর্ডার কথা না। দল হারা মানে সবার দায় থাকে। জিতলে যেমন সবার সম্মিলিত প্রচেষ্টায় জিতি। আজ ১৫০ রান হলে চান্স থাকতো।"
ভুল বলেননি শান্ত। হারলে দোষ একার নয়। সবাইকে যার যার জায়গা থেকে অবদান রাখতে হবে। নইলে এমন বড় আসরে ওয়ান ম্যান শো দিনশেষে আনন্দের চেয়ে হতাশাই বাড়াবে। যে হতাশার অনলে সম্ভাবনারা পুঁড়ে ছাই হয়।