ময়মনসিংহে কৃষকের সেচ মোটর চুরি, আমন আবাদ ব্যাহত
ময়মনসিংহ সদর উপজেলার চর ইশ্বরদিয়া ইউনিয়নে একের পর এক কৃষকের বৈদ্যুতিক সেচ মোটর চুরি হচ্ছে। গত মাসেই প্রায় ত্রিশটি মোটর চুরির ঘটনা ঘটেছে।
সেচ মোটর চুরি বন্ধ ও চুরি হওয়া মোটর উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য রবিবার দুপুরে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় একটি অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক মোঃ জমির উদ্দিন। তিনি অভিযোগ করেন, তিনি এবং তার এলাকার প্রায় সকলেই কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। গত এক মাস যাবত ময়মনসিংহ সিটি করপোরেশনের চর ঈশ্বরদিয়া ৩১ নং ওয়ার্ড এলাকায় প্রতিদিন কৃষকের বৈদ্যুতিক সেচ মোটর চুরি হচ্ছে। মোটর চুরির কারণে ব্যাহত হচ্ছে চলতি আমনচাষ। চুরি হওয়া মোটর উদ্ধার করে আমন চাষ অব্যাহত রাখার এবং খাদ্য উৎপাদন সচল রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানান তিনি।
রবিবার ক্ষতিগ্রস্ত বেশ কয়েকজন কৃষককে সাথে নিয়ে থানায় এসেছিলেন চর ইশ্বরদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওসমান গনি। তিনি জানান, চুরি হওয়া উনিশ নম্বর মোটরটি তার। অক্টোবর মাসে প্রায় ত্রিশটি সেচ মোটর চুরির ঘটনা ঘটেছে। এতে আমনচাষী কৃষকরা বিপাকে পড়েছেন। জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি পুলিশের প্রতি আহ্বান জানান।
এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ফারুক হোসেন বলেন, ‘অনেকগুলো সেচ মোটর চুরি হলেও পুলিশকে আগে তা জানানো হয়নি। এ বিষয়ে এখন দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।’