বাংলাদেশ কি ২০২৪ বিশ্বকাপ সরাসরি খেলতে পারবে?
ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু সেই বিশ্বকাপে কি বাংলাদেশ সরাসরি মূলপর্বে খেলতে পারবে, না-কি বাছাইপর্ব খেলে মূলপর্বে উঠতে হবে? বিষয়টি নিশ্চিতভাবে জানা যাবে আগামী ১৪ নভেম্বরে। তবে ধারণা করা হচ্ছে, বাছাইপর্ব খেলার ঝক্কি থেকে মুক্তি পেতে পারে বাংলাদেশ ক্রিকেট দল।
মূলত এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই গ্রুপ থেকে শীর্ষ আট দল সরাসরি খেলবে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে। কিন্তু গত ১০ নভেম্বর পাকিস্তানের কাছে ৫ উইকেটে হেরে সেমিফাইনাল খেলার স্বপ্ন থেকে বাদ পড়েছে বাংলাদেশ। আর এতে গ্রুপ ‘বি’ তে ৬ দলের মধ্যে সাকিবদের অবস্থান নেমেছে পাঁচে।
গ্রুপ ‘এ’ থেকে যে চার দল সরাসরি ২০২৪ বিশ্বকাপ খেলবে- নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা। গ্রুপ ‘বি’ থেকে- ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং নেদারল্যান্ডস। এই আট দলের মূলপর্বে খেলা নিশ্চিত। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র স্বাগতিক দেশ হিসেবে খেলবে। মোট দশ দল ইতোমধ্যে নিশ্চিত হয়েছে।
এর বাইরে দুই দল যাবে র্যাঙ্কিং হিসাব করে। যেহেতু এই দশ দলের মধ্যে বাংলাদেশ নেই, সেহেতু হিসাব করতে হবে র্যাঙ্কিংয়ে কি অবস্থা সাকিবদের? এখানেই মিলছে স্বস্তির খবর। বাংলাদেশ রয়েছে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের নবম অবস্থানে এবং দশম স্থানে আফগানিস্তান। ফলে মোটামুটিভাবে ধরা যায়, র্যাঙ্কিং হিসাবে বাংলাদেশ এবং আফগানিস্তান ২০২৪ বিশ্বকাপের মূলপর্বে সরাসরি খেলতে পারবে। আগামী ১৪ নভেম্বর পর্যন্ত যে এই র্যাঙ্কিংয়ে পরিবর্তন আসছে না, সেটিও প্রায় নিশ্চিত।
বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে ১৪ নভেম্বর। এই ১২ দলের বাইরে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে আরও ৮ দল। তাহলে সর্বমোট খেলবে ২০ দল। যা এবারের অস্ট্রেলিয়া বিশ্বকাপ থেকে চার দল বেশি। ২০২৪ সালের বাকি আট দলকে পার হতে হবে বিশাল বাধা, খেলতে হবে আঞ্চলিক বাছাই পর্ব। সেখানে আফ্রিকা মহাদেশ থেকে ২ দল, এশিয়া থেকে ২ দল এবং ইউরোপ থেকে আসবে ২ দল। এই মোট ৬ দল। আর আমেরিকা থেকে ১ ও ইস্ট এশিয়া প্যাসিফিক থেকে আসবে ১ দল। মোট ৮ দল এবং আগের ১২ দল মিলে হবে ২০ দল।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টেন কিংবা সুপার টুয়েলভ পর্ব থাকছে না। ২০টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপে থাকবে পাঁচটি করে দল। প্রতি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দল অংশ নেবে সুপার এইটে। এই পর্ব থেকে জয়ী ৪ দল সেমিফাইনালে লড়াই করবে। এখান থেকে ২ দলের মধ্যে হবে শিরোপার লড়াই।