ছাত্র অধিকারের সভাপতি-সাধারণ সম্পাদকসহ আটজনের জামিন
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র অধিকার পরিষদের সভাপতি আকতার হোসেন ও সম্পাদক আকরাম হোসেনসহ ৮ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় দায়ের করা দুই মামলায় জামিন দিয়েছেন আদালত।
আজ সোমবার ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ সৈয়দা হাফসা ঝুমা এই আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী মুজাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিম্ন আদালতের জামিন নাকচের আদেশের বিরুদ্ধে জজকোর্টে আবেদন করলে বিচারক আসামিদের জামিন দেন।
জামিনপ্রাপ্ত আসামিরা হলেন- আকতার হোসেন, আকরাম হোসেন, সাদ্দাম হোসেন, আব্দুল কাদের, তরিকুল ইসলাম, আসিফ মাহমুদ, জাহিদ হোসেন ও সানাউল্লাহ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে গত ৭ অক্টোবর আবরার ফাহাদের স্মরণ সভায় ছাত্র অধিকার পরিষদের ওপর হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলার পরই ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন। মামলায় ছাত্র অধিকার পরিষদের ২৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে, হামলার পর ৮ নভেম্বর সন্ধ্যায় ঐ ঘটনায় আহত বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন বাদী হয়ে ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ অজ্ঞান নামা ১৪০-১৫০ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ দায়ের করেন। মামলা নম্বর ১৫(১০)২২।
এজাহারে নাজিম উদ্দীন ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ অজ্ঞাতনামা ১৪০-৫০ জনের বিরুদ্ধে রাজু ভাস্কর্যের সামনে তাদের ওপর হামলা ও চিকিৎসা গ্রহণ করতে গেলে সেখানেও তাদের ওপর হামলার অভিযোগ করেন।