এবারের বিশ্বকাপে বাংলাদেশের কে কত রান করলেন?
পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেটে হেরে বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপ মিশন শেষ। খুব নিকটে এসেও সেমিফাইনালের সুযোগ হয়েছে হাতছাড়া। কাজের কাজ না হলেও ১৫ বছর পরে আরাধ্য জয়, শান্ত-লিটনের রানে ফেরা কিংবা তাসকিনের আগুন ঝরানো বোলিং হতে পারে স্বস্তির সান্ত্বনা।
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ করে ইতোমধ্যে দেশের উদ্দেশে রওনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আসার সময়ে তারা সঙ্গে করে কতটুকু সফলতা আনতে পারল সেটি জানতে চাইবেন অনেকে।
সান্ত্বনার কথা, এবারের বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেছেন নাজমুল হোসেন শান্ত। দুই হাফ সেঞ্চুরিসহ তাঁর রান ১৮০। গ্রুপ পর্ব শেষে টুর্নামেন্টের নবম সেরা ব্যাটার তিনি। এ পর্বে সর্বোচ্চ রান ভারতের বিরাট কোহলির (২৪৬ রান)। শান্তর পরে রান করেছেন লিটন দাস (১২৭)। এর পরে রয়েছেন আফিফ হোসেন (৯৫), সৌম্য সরকার (৪৯), সাকিব আল হাসান (৪৪), নুরুল হাসান সোহান (৪১), মোসাদ্দেক হোসেন সৈকত (৩৮), তাসকিন আহমেদ (২৩)।
দলের পক্ষে সর্বোচ্চ উইকেট পেয়েছেন পেসার তাসকিন আহমেদ। তিনি পাঁচ ম্যাচে পেয়েছেন ৮ উইকেট। বিশ্বকাপে এখন পর্যন্ত তাঁর অবস্থান ১৭তম। শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কান বোলার ওয়ানিন্দু হাসারাঙ্গা (১৫ উইকেট)। বাংলাদেশের পক্ষে ৬টি করে উইকেট পেয়েছেন হাসান মাহমুদ এবং সাকিব আল হাসান। পেসার মুস্তাফিজুর রহমান পেয়েছেন ৩ উইকেট।
এদিকে বাংলাদেশ ক্রিকেট দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেছেন, ‘প্রতিটি ম্যাচেই আমাদের উন্নতি ছিল। প্রত্যাশাও বেড়ে গিয়েছিল, সেমিতে যাওয়ার সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু সেটি হয়নি, তবে আমার মনে হয় আমরা একেবারে খারাপ করিনি।’
শান্তকে নিয়ে সুজন বলেছেন, ‘শান্তকে নিয়ে এতো কথা হওয়ার পরেও সে যেভাবে পারফরম্যান্স দেখিয়েছে সেটা আউট অব দ্য বক্স। ওর ওপর যে প্রেসার ছিল, সেখান থেকে বেরিয়ে আসা খুবই শক্ত। কিন্তু ও করে দেখিয়েছে। আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট টিমে শান্ত অন্যতম সেরা ক্রিকেটার হয়ে উঠবে।’