স্কটিশদের উড়িয়ে শেষ আটে বাংলাদেশ
বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের সাফল্যযাত্রা চলছেই। প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল ৪৩ রানে। দ্বিতীয় ম্যাচে জয়ের ব্যবধান আরো বড়। রোববার স্কটল্যান্ডকে ১১৪ রানে হারানোয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালও নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। মিরাজের দলের ছুড়ে দেওয়া ২৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে ১৬ বল আগেই ১৪২ রানে অলআউট হয়ে গেছে স্কটিশরা। দক্ষিণ আফ্রিকাকে নাটকীয়ভাবে দুই উইকেটে হারিয়ে ‘এ’ গ্রুপ থেকে শেষ আটে বাংলাদেশের সঙ্গী নামিবিয়া।
কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ত্রয়োদশ ওভারে নিল ফ্ল্যাককে (২৮) নাজমুল হোসেন শান্তর ক্যাচ বানিয়ে দলকে প্রথম সাফল্য এনে দেওয়ার কৃতিত্ব অধিনায়ক মেহেদি হাসান মিরাজের। সেই ওভারেই শান্তর দুর্দান্ত থ্রোয়ে রান আউট হয়ে শূন্য হাতে ফিরতে হয়েছে ওয়েইস শাহকে।
১৯তম ওভারে আবার সাফল্য। রোরি জনস্টনকে (২০) এলবিডব্লুর ফাঁদে ফেলে স্বাগতিকদের তৃতীয় সাফল্য এনে দিয়েছেন আরিফুল ইসলাম। ৫৬ রানে তৃতীয় উইকেট পতনের পর ৩৩ রানের জুটি গড়েছিলেন আজিম দার ও জ্যাক ওয়ালার। ২৪ রান করা ওয়ালারকে ফিরিয়ে জুটিটা ভেঙে দিয়েছেন বাঁহাতি স্পিনার আরিফুলই।
৩৮তম ওভারে বাংলাদেশকে পঞ্চম উইকেট উপহার দিয়েছেন সালেহ আহমেদ শাওন। ফিনলে ম্যাকক্রিথকে (৮) এলবিডব্লু করেছেন এই বাঁহাতি স্পিনার। দুই ওভার পর হারিস আসলামকেও (২) স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেছেন তিনি। ৪২তম ওভারে আবার শাওনের আঘাত। এবার রায়ান ব্রাউনকে (২) বোল্ড করে দিয়েছেন তিনি। দুই ওভার পর অষ্টম সাফল্য পেয়েছে বাংলাদেশ। হ্যারিস কার্নেগিকে (১) বোল্ড করেছেন মিডিয়াম পেসার মোহাম্মদ সাইফউদ্দিন। দুই ওভার পর মিচেল রাওকেও বোল্ড করার কৃতিত্ব তাঁর। স্কটিশদের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করা আজিম দারকে শাওনের ক্যাচ বানিয়ে বাংলাদেশের জয় নিশ্চিতও করেছেন তিনি। সাইফ ছাড়াও তিনটি উইকেট নিয়েছেন শাওন।
এর আগে বাংলাদেশকে ছয় উইকেটে ২৫৬ রানের সম্মানজনক সংগ্রহ এনে দিতে সবচেয়ে বড় অবদান শান্তর। ১১৩ রানের চমৎকার খেলে অপরাজিত ছিলেন তিনি। এই ইনিংসের সুবাদে একটা রেকর্ডও গড়েছেন শান্ত। যুব ওয়ানডেতে তিনিই এখন সর্বোচ্চ রানের মালিক। শান্ত ছাড়া অধিনায়ক মিরাজের ৫১ আর ওপেনার সাইফ হাসানের ৪৯ রানের দুটো দৃঢ়তাপূর্ণ ইনিংস আড়াই শ’র ওপরে নিয়ে দারুণ সাহায্য করেছে বাংলাদেশকে।