সামনের বিশ্বকাপে আরও ভালো করার আশ্বাস দিলেন শান্ত
সেমিফাইনালের সুযোগ হাতছাড়া করে বিশ্বকাপ মিশন শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। অস্ট্রেলিয়া থেকে গতকাল রোববার রাতে ঢাকা পা রাখে বাংলাদেশ দল। দেশে ফিরেই আগামী বিশ্বকাপ নিয়ে আশার কথা শোনালেন বাংলাদেশ দলের ওপেনার নাজমুল হোসেন শান্ত।
এ সময়ে গণমাধ্যমের সঙ্গে শান্ত বলেন, ‘এ বিশ্বকাপে আমাদের আরও ভালো করার বড় সুযোগ ছিল। এটাই মাথায় থাকবে যে সামনের বিশ্বকাপে এর থেকে আরও ভালো আমরা করতে পারব। আমাদের হাতে আরও দুই বছর আছে। দুই বছর আমরা সেভাবেই নিজেদের প্রস্তুত করব এবং যদি ওভাবে অনুশীলন করি, সামনের বিশ্বকাপে আরও ভালো ফল করা সম্ভব।’
নিজের বিষয়ে শান্ত বলেন, ‘আমাকে নিয়ে অনেক কথা হয়েছে। আসলে ওদিকে আমি একদমই গুরুত্ব দেইনি। আমি আমার ম্যাচে বা খেলায় এবং প্রাকটিসে ফোকাস দিয়েছিলাম। সেদিকে ভালো হয়েছে। কিন্তু আমি মনে করি আরও ভালো করতে পারতাম, সামনের দিনগুলোতে ভালো করার চেষ্টা করব।’
চলতি বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটসম্যানদের সফলতা খুব বেশি নেই। তবে বোলাররা দেখিয়েছেন নৈপুণ্য। সে বিষয়ে শান্ত বলেন, ‘আমার মনে হয়, বোলিং ডিপার্টমেন্ট খুব ভালো করেছে।’
এদিকে গত রোববার পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেটে হেরে সেমিফাইনালের সহজ সুযোগ নষ্ট করেছে সাকিবের দল। তবে ভবিষ্যতে এ বিষয়গুলো থেকে শিক্ষা নেওয়ার কথা জানান শান্ত, ‘আমার মনে হয় না বিশ্বকাপ শুরুর আগে কেউ এ রকমভাবে চিন্তা করেছে, সেমিফাইনালে যাওয়ার একটা সুযোগ তৈরি হবে। কিন্তু আমরা চিন্তা করেছি যে আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি। খুব ভালো একটা সুযোগ ছিল। ওটা আমরা নিতে পারিনি। কিন্তু এই আত্মবিশ্বাসটা, আমরা সামনে যখন বিশ্বকাপ খেলব, ওই বিশ্বাসটা থাকবে যে এ রকম পরিস্থিতিতে কীভাবে আরও ভালো করতে পারি।’
২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে ১৫ বছর অপেক্ষা করেছে পরের জয় পেতে। এ বছর নেদারল্যান্ডস এবং জিম্বাবুয়ের বিপক্ষে জয় পেয়েছে সাকিব আল হাসানের দল। এ নিয়ে শান্ত বলেন, ‘আগের বিশ্বকাপের ফলগুলোর তুলনায় এবার ভালো করেছে বাংলাদেশ। আমার মনে হয়, যদি আমরা আগের বিশ্বকাপগুলো দেখি, ফল অনুযায়ী ভালো করেছি। সব থেকে ভালো যে দিকটা ছিল, আমরা দুটো ম্যাচ জিতেছি, আমরা ভালো ক্রিকেট খেলেছি। ওগুলোতে আমরা দল হিসেবে ভালো খেলেছি। যেগুলো জিততে পারিনি, ওগুলো দল হিসেবে জিততে পারিনি।’