৪ হাজার রানের মাইলফলকে কোহলি
নামটা যখন কোহলি, ৪২ রান তখন মামুলি। সেই ৪২ রান পূরণ করে, টি-টোয়েন্টিতে সবার আগে ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বিরাট কোহলি। ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচে ৪০ বলে ৫০ রানের ইনিংস খেলে এই রেকর্ড গড়েন ভারতীয় তারকা।
লোকেশ রাহুলের বিদায়ের কিছু সময় পর গ্যালারিতে গর্জন। মাঠে নেমেছেন বিরাট কোহলি। বিরাট পরিসরে যাঁর জুড়ি মেলা ভার। টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অ্যাডিলেড ওভালে নামার আগে একটা রেকর্ড অপেক্ষা করছিল কোহলির জন্য।
হাতছানি দিয়ে ডাকছিল তাকে। মাইলফলক থেকে ৪২ রান দূরে ছিলেন তিনি। অন্য কারও বেলায় হলে হয়ত আরেকদিন অপেক্ষা করাকেই শ্রেয় ভাবত সকলে। তবে কোহলি নিরাশ করেননি। চার হাজারের ক্লাবে নাম লেখালেন তিনি। তাঁর হাত ধরেই খুলেছে ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণে ৪ হাজারি ক্লাব। চার মেরে রাজসিক ভঙ্গিতেই পৌঁছান সেখানে, যেখানে এখন অবধি একমাত্র সদস্য কোহলি।
এর আগে ৩ হাজারি ক্লাবের দরজাও খোলে কোহলির হাত ধরে। ১০৭ ইনিংসে ৪০০৮ রান, গড় ৫২.৭৩। আর সবকিছুর মতো এখানেও ঈর্ষণীয় গড় কোহলির। দ্বিতীয় স্থানে থাকা রোহিত শর্মার সংগ্রহ ১৪০ ইনিংসে ৩ হাজার ৮৫৩ রান।
অপরদিকে একই ম্যাচে ইংল্যান্ডের ব্যাটার অ্যালেক্স হেলস পূর্ণ করেছেন ২ হাজার টি-টোয়েন্টি রান। এর জন্য হেলসকে খেলতে হয়েছে ৭৪টি ইনিংস। ২২তম খেলোয়াড় হিসেবে ২ হাজারি ক্লাবে প্রবেশ করেছেন হেলস।